অনুর্দ্ধ-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনাল থেকে বঞ্চিত হল কলকাতার যুবভারতী ক্রিড়াঙ্গন।

ঢাকে কাঠি পড়ে গেল অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপের। এবারের মহিলা বিশ্বকাপে মোট 7 টি ম্যাচ হতে চলেছে কলকাতার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে। তবে এবার কলকাতা কে বঞ্চিত হতে হল এই মেঘা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করা থেকে। 2017 সালের অনূর্ধ্ব 17 পুরুষ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজন করেছিল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন, সেই ম্যাচে ব্যাপক সাড়া পেয়েছিল। কিন্তু এবারের এই মেগা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কলকাতায় নয় বরং এই ম্যাচটি হবে নবি মুম্বাইতে। তবে এই টুর্নামেন্টের একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে কলকাতায়।

কলকাতা, গুয়াহাটি, মুম্বাই ছাড়াও এবারের বিশ্বকাপে আরো দুটি নতুন ভেন্যু যুক্ত হয়েছে সেগুলি হল আমেদাবাদ এবং ভাবেনশ্বর। অর্থাৎ এবারের বিশ্বকাপের ম্যাচ গুলি এই পাঁচটি ভেনুতে আয়োজন করা হবে। আর ভারতীয় অনূর্ধ্ব 17 মহিলা দলের ম্যাচ গুলি সম্ভবত গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে।

IMG 20200219 094413

অনূর্ধ্ব 19 মহিলা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে 2 রা নভেম্বর গুয়াহাটিতে। আর এই টুর্নামেন্টের শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচটি হতে চলেছে নবি মুম্বাইতে 21 শে নভেম্বর।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর