অনেক প্রচার হয়েছে, এবার মানুষকে বিচার করতে দিনঃ মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির

বাংলাহান্ট ডেস্কঃ গোটা দেশে মারণ ভাইরাস প্রবল গতিতে ঊর্ধ্বমুখী। দিনে দিনে রেকর্ড হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। থেমে নেই মৃতের সংখ্যাও। দেশজুড়ে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে করোনা (Corona)। অবস্থা মোটেও ভালোও নয় পশ্চিমবঙ্গেরও। ভোটের বাংলায় জাঁকিয়ে বসেছে মারণ ভাইরাস। ইতিমধ্যেই রাজ্যে মিটেছে পাঁচ দফার ভোট পর্ব। বাকি আরও তিন দফা (WB Assemby Poll 2021)। এমন পরিস্থিতিতে এতদিন পুরোদমে হচ্ছিল রাজনৈতিক সভা-মিছিল। আর সেই সব সমাবেশই যে করোনার অন্যতম উৎসস্থল হয়ে উঠতে পারে তা আগেই আন্দাজ করেছিল বিশেষজ্ঞ মহল।

সভা-মিছিলে কঠোর ভাবে করোনা বিধি মানার আবেদন করা হলেও রাজনৈতিক দল এবং আমজনতার তাতে থোড়ায় কেয়ার। যা নিয়ে ইতিমধ্যেই আদালতে তিনটি জনস্বার্থ মামলা জমা পড়েছে। মঙ্গলবার সেই মামলায় শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণন (T B Radhakrishnan) কড়া ভাবে বললেন, ‘অনেক প্রচার হয়েছে এবার মানুষকে বিচার করতে দিন’।

Calcutta High Court has issued notification in the wake of COVID-19- India Legal

এদিন রাজ্য সরকার এই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে পুরো দায় নির্বাচন কমিশনের (Election Commission) ঘাড়ে চাপিয়ে দেয়। আদালতে রাজ্যের তরফে দাবি করা হয়, নির্বাচনী আচরণ বিধি লাগু থাকা অবস্থায়, করোনা নিয়ে যা কিছু করা দরকার, তা করবে কমিশন। এমনকি এও বলা হয়, এক্ষেত্রে রাজ্যের কিছু করণীয় নেই। তবে আদালতের তরফে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়, এখনও পর্যন্ত করোনা মোকাবেলায় রাজ্য সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে, তার বিস্তারিত রিপোর্ট আদালতে (Kolkata High Court) পেশ করতে হবে।

এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। এদিনের ‘কমিশনকেই দায় নিতে হবে’, এমনটা দাবি করার কারণ সেদিন ব্যাখ্যা করতে হবে রাজ্যকে বলে জানানো হয়। এমনকি তাতে নির্বাচন কমিশনকেও সবধরণের সহায়তা করার নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যে ভোটের দফা কমিয়ে এনে শেষ দু’দফার ভোট ষষ্ঠ দফা অর্থাৎ ২২ এপ্রিল করিয়ে নেওয়ার আর্জি জানিয়েছে তৃণমূল (TMC)।


সম্পর্কিত খবর