মালদায় পুলিশের বিরুদ্ধে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ! CBI ও NIA-কে তদন্তভার দিল হাইকোর্ট

বাংলাহান্ট ডেস্ক : জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগ উঠেছিল মালদহ জেলার এক গ্রামে। সেই মামলা আদালতে ওঠার পরই তদন্তভার সিবিআই এবং এনআইএ কে দিল কলকাতা হাইকোর্ট।

ঘটনার সূত্রপাত মালদহের কালিয়াচকের একটি গ্রামে। সেখানে একটি পরিবারের দুই ভাই, তাঁদের স্ত্রী এবং সন্তানদের ধর্মান্তরিত করার অভিযোগ ওঠে খোদ কালিয়াচক থানার আইসি এবং দুজন পুলিশকর্মীর বিরুদ্ধে। ওই পরিবারের অভিযোগ নিজেদের প্রভাব খাটিয়ে তাঁদের হিন্দু থেকে মুসলিম হতে বাধ্য করেন আইসি এবং পুলিশ কর্মীরা।

এদিন সেই কেস ওঠে হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। এহেন মারাত্মক অভিযোগ শোনা মাত্রই মামলাটির তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ছেড়ে দেন তিনি। একই সঙ্গে জেলার পুলিশ সুপারকে হলফনামা দিয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত তালিকা পেশ করতে নির্দেশ দেওয়া হয়। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২১ জুন। বলাই বাহুল্য হাইকোর্টের ইতিহাসে এহেন রায় কার্যতই নজিরবিহীন।

অভিযোগকারী পরিবারের আইনজীবীর দাবি, ওই পরিবারের উপর ধর্মান্তকরণের জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে পুলিশ। এমনকি ওই পরিবারের এক মহিলার বিরুদ্ধে তাঁর নিজের স্বামীকে অপহরণ করার মতন অভিযোগ অবধি এনেছে পুলিশ। শুধু অভিযোগই আনা হয়, সেই ভুয়ো অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্তও। উল্টোদিকে ওই মহিলার অভিযোগ, তাঁর স্বামীকে জোর করে আটকে রেখেছে পুলিশ। থানার আইসিই প্রথম ধর্ম বদলের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু তাঁরা রাজি না হওয়ায় দুই ভাইকেই তুলে নিয়ে গিয়ে স্থানীয় একটি মসজিদে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পুরো বিষয়টিতে থানার দুই অফিসার এবং সিভিক ভলান্টিয়াররা যুক্ত রয়েছে বলেই দাবি ওই মহিলার। এবার এহেন মামলাতেই তদন্তভার সিবিআইয়ের হাতে দিল কলকাতা হাইকোর্ট।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর