আজ কলকাতায় রেকর্ড গরম,আরো বাড়বে

বাংলাHunt :আজ কলকাতা এবং শহরতলীর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৪০°। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আজ তাপমাত্রা ৩৯,৬°c। ফলে রাজ্যের খুব গরম চলছে, এর মধ্যে অসুস্থ ব্যাক্তিদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে।

কারণ রাজ্যজুড়ে যেভাবে জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি চলছে এবং স্বাস্থ্য ক্ষেত্রে কোন পরিষেবা না হওয়ার পরে চরম অসুবিধার মধ্যে প্রত্যেকটি রোগীদের। এছাড়া আজ তাপমাত্রা আগামী কয়েকদিন আরও বাড়বে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই শহর এবং

1eedb screenshot 20190614 172749

গ্রামের দিকেও তাপমাত্রা বাড়তে পারে। ইতিমধ্যে স্কুল গরমের ছুটি না থাকায় দুর্ভোগে পড়েছেন স্কুলের ছাত্র ছাত্রীরা।

সম্পর্কিত খবর