বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজধানী শহর, কলকাতা৷ দেশের অন্যতম প্রাণচঞ্চল শহরও বটে৷ ইতিহাস সমৃদ্ধ, শহরটি অনেক তথ্য বহন করে চলেছে যুগ যুগ ধরে৷ ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলির পাশাপাশি ইতিহাসের তার নাম থাকা ব্যক্তিদের পদচিহ্ন রয়েছে এই শহরেই৷ এই শহরের মানুষ অনেক বেশি একাত্ম অনেক বেশি মিশুকে৷ তাই তো এ শহরে যে অপরাধ প্রবণতা অনেকটাই কম তা বলাই যায়, তবে তা এ বার বলার মধ্যেই সীমাবদ্ধ নেই কাজ করেও দেখাল৷ তাই তো কেন্দ্রীয় সংস্থার তৈরি রিপোর্টে দেশের সব থেকে নিরাপদ শহরের তকমা পেল কলকাতা৷
সম্প্রতি ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেখানেই স্পষ্ট দেশের বৃহত্তম 19 টি শহরের মধ্যে কলকাতার সব থেকে বেশি নিরাপদ৷ 2017 সাল থেকে সেই অপরাধ সংখ্যা অনেকটাই কমেছে৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী 2017 সালে লক্ষ্য প্রতি জনসংখ্যার পিছনে অপরাধের সংখ্যা ছিল 141.2 যে টি 2016 তে ছিল 159.6৷ তাই লক্ষ্মপতি জনসংখ্যার পিছনে অপরাধের সংখ্যার নিরিখে কলকাতা শহর অনেকটাই সেফ জোনে রয়েছে৷
না অপরাধ হয় না এমনটা নয়, ক্রাইম ব্যুরো উনিশটি শহরের কুড়ি লক্ষের বেশি জনসংখ্যার একটি রিপোর্ট দিয়েছে যার নিরিখে কলকাতা রয়েছে প্রথম স্থানে৷ পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ের স্থান রয়েছে চতুর্থ তে৷ যদি রাজ্যের নিরিখে ধরা হয় তা হলেও বলা যায় রাজ্যেও অপরাধ প্রবণতা কমেছে৷ 2017 সালে দেশের অন্যান্য রাজ্যের নিরিখে কম অপরাধ প্রবণতার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে11 তম স্থানে যেখানে আদিত্যনাথ যোগী সরকারের রাজ্যের অবস্থা অনেকটাই খারাপ৷