মহানগরবাসীর জন্য খুশির খবর! দেশের সব থেকে নিরাপদ শহরের তকমা পেল কলকাতা

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজধানী শহর, কলকাতা৷ দেশের অন্যতম প্রাণচঞ্চল শহরও বটে৷ ইতিহাস সমৃদ্ধ, শহরটি অনেক তথ্য বহন করে চলেছে যুগ যুগ ধরে৷ ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলির পাশাপাশি ইতিহাসের তার নাম থাকা ব্যক্তিদের পদচিহ্ন রয়েছে এই শহরেই৷ এই শহরের মানুষ অনেক বেশি একাত্ম অনেক বেশি মিশুকে৷ তাই তো এ শহরে যে অপরাধ প্রবণতা অনেকটাই কম তা বলাই যায়, তবে তা এ বার বলার মধ্যেই সীমাবদ্ধ নেই কাজ করেও দেখাল৷ তাই তো কেন্দ্রীয় সংস্থার তৈরি রিপোর্টে দেশের সব থেকে নিরাপদ শহরের তকমা পেল কলকাতা৷exterior the marble palace kolkata india conde nast traveller 7dec17 alamy

সম্প্রতি ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেখানেই স্পষ্ট দেশের বৃহত্তম 19 টি শহরের মধ্যে কলকাতার সব থেকে বেশি নিরাপদ৷ 2017 সাল থেকে সেই অপরাধ সংখ্যা অনেকটাই কমেছে৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী 2017 সালে লক্ষ্য প্রতি জনসংখ্যার পিছনে অপরাধের সংখ্যা ছিল 141.2 যে টি 2016 তে ছিল 159.6৷ তাই লক্ষ্মপতি জনসংখ্যার পিছনে অপরাধের সংখ্যার নিরিখে কলকাতা শহর অনেকটাই সেফ জোনে রয়েছে৷

না অপরাধ হয় না এমনটা নয়, ক্রাইম ব্যুরো উনিশটি শহরের কুড়ি লক্ষের বেশি জনসংখ্যার একটি রিপোর্ট দিয়েছে যার নিরিখে কলকাতা রয়েছে প্রথম স্থানে৷ পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ের স্থান রয়েছে চতুর্থ তে৷ যদি রাজ্যের নিরিখে ধরা হয় তা হলেও বলা যায় রাজ্যেও অপরাধ প্রবণতা কমেছে৷ 2017 সালে দেশের অন্যান্য রাজ্যের নিরিখে কম অপরাধ প্রবণতার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে11 তম স্থানে যেখানে আদিত্যনাথ যোগী সরকারের রাজ্যের অবস্থা অনেকটাই খারাপ৷

সম্পর্কিত খবর