লকডাউনের কারণে সুস্থ হয়ে উঠছে মহানগরী কলকাতা, প্রথমবার দেখা গেল দূষণমুক্ত নীল আকাশ

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

কোরোনার প্রকোপ গত মাস থেকেই চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছিলো। আর এই পরিস্থিতিতে এক এক করে সব দেশে এই রোগ ছড়িয়ে পড়ায় এখন তা অতিমারি রূপে ধারণ করেছে। আর এই রোগের ওষুধ না মেলায় সংক্রমণ তড়তড়িয়ে বাড়ছে।

আর ভারতে এখন আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচশো অধিক। আর লক ডাউন হওয়ার পর থেকেই মানুষ গৃহ বন্দী। রাস্তায় নেই বাস, বন্ধ ট্রেন। কমেছে মানুষের আনাগোনা আর মাত্র চারদিনেই এই কারণে কমেছে দূষণ। শনিবার থেকে আজ মঙ্গলবার, মাত্র চার দিনে এতটাই কমেছে দূষণ, যে একধাক্কায় বদলে গেছে এয়ার কোয়ালিটি ইনডেক্স। স্বাভাবিকের থেকেও নীচে নেমে এসেছে বায়ুতে দূষিত কার্বন কণার পরিমাণ।

corona 222222 1

দূষণের মান ভাল পেরিয়ে খুব ভাল হয়ে উঠেছে।কলকাতা এখন প্রাণ ভরে শ্বাস নিচ্ছে। কিছুদিন আগেই আমরা দেখেছি অনেক জায়গায় জীবজন্তু তারা মুক্ত হয়েছে। তারা শান্তিতে ঘুরছে।


সম্পর্কিত খবর