যানজটেই কাটে দিন! বিশ্বের দ্বিতীয় ধীরতম শহরের তকমা পেল কলকাতা, পরিসংখ্যান জানলে দুঃখ হবে

বাংলা হান্ট ডেস্ক: ভারতের মধ্যে অন্যতম ব্যস্ততম শহর কলকাতা (Kolkata)। হাজার হাজার মানুষ এই কলকাতার বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। কলেজ পড়ুয়া থেকে শুরু করে নিত্য দিনের অফিসযাত্রীদের অন্যতম গন্তব্য হচ্ছে এই কলকাতা। সকাল থেকে রাত অব্দি কলকাতার প্রতিটা রাস্তা জ্যামে পরিপূর্ণ থাকে। বলা যায় এই জ্যামের চক্করে কেটে যায় দিনের অর্ধেক সময়। আর এই যানজট এড়াতে প্রতিনিয়ত কোনও না কোনও পদক্ষেপ নিতে দেখা যায় উচ্চ মহলের কর্তাদের। আর এবার এই কলকাতা নিয়েই প্রকাশ্যে এলো বিরাট খবর। বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে সকলকে চমকে দিল আমাদের মহানগরী।

বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান দখল কলকাতার (Kolkata):

সম্প্রতি একটি তালিকা প্রকাশ পায়। আর এই তালিকা মূলত তৈরি করা হয়েছে ট্র্যাফিক পরিস্থিতি মূল্যায়ন করে। প্রতি বছর ডাচ লোকেশন টেকনোলজি ফার্ম টমটম বিশ্বের প্রধান শহরগুলিতে ট্র্যাফিক পরিস্থিতি মূল্যায়ন করে, আর তার উপরই একটি তালিকা তৈরি করে। এবার সেই তালিকাই প্রকাশ্যে এলো। ২০২৪-এর ট্র্যাফিক সূচক অনুসারে যানজটের নিরিখে বিশ্বের দ্বিতীয় ধীরতম শহর হচ্ছে কলকাতা (Kolkata)। আর এরপরই রয়েছে বেঙ্গালুরু। জানা গিয়েছে বিশ্বের নিরিখে প্রথম চারটি স্থানের মধ্যে তিনটি স্থানই দখল করেছে ভারতের তিনটি শহর।

Kolkata is the second slowest city in the world

ভারতের শহরগুলির ট্র্যাফিক পরিস্থিতির উপর মূল্যায়ন: প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বিশ্বের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। ২০২৪ সাল অনুসারে, বেঙ্গালুরুতে ১০ কিলোমিটার ভ্রমণ করতে সময় লাগে ৩০ মিনিট ১০ সেকেন্ড। ২০২৩-এর তুলনায় ৫০ সেকেন্ড বেশি বলে জানা গিয়েছে। উল্টোদিকে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। ২০২৪ এর রেকর্ড অনুসারে, কলকাতায় (Kolkata) ১০ কিমি পথ অতিক্রান্ত করতে সময় লাগে ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে পুনে। বিশ্বের ধীরতম শহরের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে এই শহর।

আরও পড়ুনঃ ‘ভাবলেই হাত পা ঠাণ্ডা…’, চিন্তায় পড়ে গিয়েছেন ‘ঋষি’ গৌরব, কী এমন হতে চলেছে ‘তেঁতুলপাতা’য়?

প্রথম স্থানে কোন শহরটি রয়েছে: টমটমের প্রতিবেদন অনুসারে, বিশ্বের মধ্যে প্রথম ধীরতম শহর বারানকুইলা। কলম্বিয়ার শহর বারানকুইলার ১০ কিমি পথ অতিক্রান্ত করতে সময় লাগে ৩৬ মিনিট ৬ সেকেন্ড। এই পুরো তালিকাটি তৈরি করা হয়েছে যানজটের উপর নির্ভর করে। অর্থাৎ এই সমস্ত শহরগুলি যে প্রতিদিন যানজটে ভোগে সেটাই বোঝা যাচ্ছে। এছাড়াও বিশ্বের মধ্যে এই তালিকায় ভারতের অনেক শহরই রয়েছে। ৩১ নম্বরে রয়েছে চেন্নাই, সেই শহরের ১০ কিমি পথ যেতে সময় লাগে ৩০ মিনিট। এছাড়া ৩৯ তম স্থানে রয়েছে মুম্বই। মুম্বইয়ের ১০ কিমি পথ পার করতে সময় লাগে ২৯ মিনিট। ৪৩ তম স্থানে রয়েছ আমেদাবাদ এবং ৫০ তম স্থানে রয়েছে এর্নাকুলাম।

আরও পড়ুনঃ ধোপে টিকল না মসজিদ পক্ষের যুক্তি! মথুরা জমিবিবাদ মামলায় বড় খবর! কী বলল সুপ্রিম কোর্ট?

ভারতের মধ্যে ভিড় রাস্তা কোন শহরে: টমটমের তথ্য অনুযায়ী, ভারতের মধ্যে সবচেয়ে ভিড় রাস্তা হচ্ছে কলকাতা (Kolkata)। দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। আর বিশ্বের মধ্যে ভিড় রাস্তা হচ্ছে লন্ডন। এই শহরে রাস্তায় গাড়ির গড় গতি প্রতি ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা। সে যাই হোক, সকলের নজর কিন্তু এখন কলকাতার উপর। কারণ অনেকেই মনে করতেন ভারতের মধ্যে সবচেয়ে বেশি ব্যস্ত এবং যানবহুল রাস্তা বেঙ্গালুরু, মুম্বই কিংবা দিল্লি। কিন্তু এবার সকলের ভাবনাকে ভুল করে দিয়ে মুম্বই, বেঙ্গালুরুকেও টপকে এগিয়ে গেল কলকাতা।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর