বাংলা হান্ট ডেস্কঃ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে উত্তাল বাংলাদেশ। বিগত ৯ দিন ধরে জেলবন্দি তিনি। পথে নেমে প্রতিবাদে সরব ওপার বাংলার সংখ্যালঘু হিন্দুরা। এদিকে বাংলাদেশ নিয়ে কী অবস্থান হবে সেটা গোড়া থেকেই কেন্দ্রের ওপর ছেড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই আবহে এবার তাঁর প্রতি কৃতজ্ঞতা জাহির করলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
মমতার (Mamata Banerjee) প্রতি কেন কৃতজ্ঞতা জাহির কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের?
সোমবার বিধানসভায় বক্তব্য রাখার সময় বেশ কিছু বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। উঠে আসে বাংলাদেশ (Bangladesh) প্রসঙ্গও। তখনই কেন্দ্রীয় সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখেন তিনি। মমতা বলেন, কেন্দ্রীয় সরকার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে উত্থাপিত করুক। বাংলাদেশ থেকে উদ্ধার করে আনার জন্য তারা যাতে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারে।
কেন্দ্রের কাছে মমতার এই প্রস্তাবকে সমর্থন করেই কৃতজ্ঞতা জাহির করেন কলকাতা ইসকনের (ISKCON) ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী খোঁজখবর নিচ্ছেন। উনিও শান্তিরক্ষা বাহিনী পাঠাতে বলছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ’।
আরও পড়ুনঃ বিধায়কদের ‘বেড়ি’ পরাতে WhatsApp গ্রুপ খুললেন মমতা! অ্যাডমিনের নামটা চমকে দেবে!
কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট বলেন, আজ থেকে বছর তিনেক আগে, ২০২১ সালেও ওপার বাংলায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ওপর যখন হামলা চলছিল, সেই সময় রাষ্ট্রপুঞ্জের কাছে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আর্জি জানানো হয়েছিল। সেই সময় যদি সেই আবেদন শোনা হতো, তাহলে আজ এই পরিস্থিতি হতো না বলে দাবি করেন রাধারমণ দাস।
বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার দেখে গতকাল মমতা (Mamata Banerjee) বলেন, ‘আমরা আমাদের লোকেদের নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। যদি আমরা আধখানা রুটি খাই, ওনাদেরও আধখানা রুটি দিতে পারি’। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেরও প্রশংসা করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, ওপার বাংলার হিন্দুরা বাংলাদেশকেই নিজেদের ভূমি বলে মনে করেন। ওখানে জন্ম, ওখানেই সারা জীবন থাকতে চান। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর এই বার্তা তারিফের যোগ্য বলে দাবি করেন তিনি।