বাংলাহান্ট ডেস্ক : আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশাসনে একের পর এক ভারতীয় বংশোদ্ভূত এবং ভারত ঘনিষ্ঠের সংযোগের খবর উঠে আসছে। সাম্প্রতিক জল্পনা অনুযায়ী, এবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ওরফে এনআইএইচ এর নতুন অধিকর্তা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জয় ভট্টাচার্যকে ঘিরে। তাঁকে নিয়েই আপাতত চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। কিন্তু কে এই জয় ভট্টাচার্য?
ট্রাম্পের (Donald Trump) প্রশাসনে এবার কলকাতার জয়
বছর ৫৬-র জয় ভট্টাচার্যের জন্ম খাস কলকাতায়। পেশায় স্বাস্থ্যবিদ এবং অর্থনীতিক জয়ের এমডি ডিগ্রি রয়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডিও করেছেন তিনি। বর্তমানে তিনি ন্যাশনাল ব্যুরো অফ ইকনমিক রিসার্চের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার ট্রাম্পের (Donald Trump) প্রশাসনে তাঁর যুক্ত হওয়ার খবর শোনা যাচ্ছে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য ক্ষেত্রে গবেষণায় আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি নিজ উদ্যোগেও বেশ কিছু গবেষণামূলক কাজকর্ম করে থাকে এনআইএইচ।
কেনেডির সঙ্গে বিশেষ বৈঠক জয়ের: উল্লেখ্য, আমেরিকার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস পরিচালনার জন্য ট্রাম্পের (Donald Trump) পছন্দ রবার্ট এফ কেনেডি, এমনটাই জল্পনা চলছে। এদিকে এই কেনেডির সঙ্গেই সম্প্রতি বৈঠক করেন জয়। জানিয়ে রাখি, হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের অধীনেই রয়েছে এনআইএইচ। এই বৈঠকের পরেই গুঞ্জন ছড়িয়েছে, জয় হতে পারেন এনআইএইচ এর নয়া অধিকর্তা। সূত্রের খবর উদ্ধৃত করে এমনটাই দাবি এক মার্কিন সংবাদপত্রের।
আরো পড়ুন : ব্যালিস্টিক মিসাইল হামলা শুধুই ট্রেলার! তৃতীয় বিশ্বযুদ্ধের পথে রাশিয়া? বিশেষ বৈঠক ন্যাটোর
কী আলোচনা হয়েছে বৈঠকে: বৈঠকে দুজনের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানা না গেলেও গুঞ্জন বলছে, এনআইএইচ এর নতুন পথের দিশারী হিসেবে জয়ের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেছেন কেনেডি। সত্যিই কি জয়কে দেখা যাবে প্রশাসনে? তার নিশ্চিত উত্তর এখনো মেলেনি।
আরো পড়ুন : নিজ্জর হত্যার “গোপন” তথ্য ফাঁস! দেশের সরকারি আধিকারিকরাই আসল “দুষ্কৃতী”, তোপ দাগলেন ট্রুডো
জানিয়ে রাখি, এর আগে ট্রাম্পের (Donald Trump) শাসনকালে সমালোচক হিসেবে উঠে এসেছিল জয় ভট্টাচার্যের নাম। বিশেষ করে করোনাকালে সরকারের ভূমিকার সমালোচনায় তাঁর বক্তব্যকে সমর্থন করেছিল ট্রাম্পের দল। আর এবার তাঁকেই প্রশাসনে যুক্ত করা নিয়ে অব্যাহত জল্পনা।