বাংলা হান্ট ডেস্ক: গত রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে IPL ২০২৫-এর ৬৮ তম ম্যাচটি সম্পন্ন হয়। যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-কে পরাজিত করে। হেনরিক ক্লাসেনের বিস্ফোরক অপরাজিত ১০৫ রানের ইনিংসের ওপর ভর করে, হায়দ্রাবাদ ১১০ রানে জিতেছে। IPL-এর ইতিহাসে এটি কলকাতার সবচেয়ে বড় পরাজয় হিসেবে বিবেচিত হয়েছে।
IPL ২০২৫-এ সফর শেষ হল KKR (Kolkata Knight Riders):
ওই ম্যাচে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান করে। এটি IPL-এর ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্কোর। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, IPL-এ সর্বোচ্চ চারটি স্কোরের রেকর্ড রয়েছে হায়দ্রাবাদের দখলে। এর আগে ২০২৪ সালে ওই দল ২৮৭/৩ এবং ২০২৫ সালে এই মরশুমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৮৬/৬ করেছিল। এদিকে, গতকালের ম্যাচে, ২৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ১৮.৪ ওভারে ১৬৮ রানে অলআউট হয় এবং বড় পরাজয়ের সম্মুখীন হয়।
SRH-এর কাছে শোচনীয় পরাজয়ের পর, KKR (Kolkata Knight Riders)-এর অধিনায়ক অজিঙ্ক রাহানে SRH-এর ব্যাটারদের ভূয়সী প্রশংসা করেছেন। রাহানে জানান যে, তিনি অনুভব করেন SRH দল খুব ভালো ব্যাটিং করেছে। অজিঙ্ক জানান, “হ্যাঁ, বোলিং করার সময় আমরা কিছু ভুল করেছি কিন্তু তারা যেভাবে ব্যাটিং করেছে, তাতে তারা খারাপ বলের সুযোগ নিয়েছে এবং সব ভালো বলেও শট মেরেছে। এই কৃতিত্ব SRH-এর ব্যাটারদের।”
আরও পড়ুন: খেলবেন পরের IPL? অবসর নিয়ে অনুরাগীদের দ্বিধায় রাখলেন ধোনি, রাঁচিতে ফিরে করবেন এই কাজ
“আগামী বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসব”: রাহানে বলেন, “আমরা স্লোয়ার বল করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। আমরা আমাদের সেরাটা দিয়েছি। এই লিগটা খুবই কঠিন। কিন্তু আমরাও অনেক সুযোগ পেয়েছি। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। আমাদের কাছে এমন সুযোগ ছিল যেগুলোকে আমরা কাজে লাগালে পয়েন্ট টেবিলে প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করতে পারতাম। কিন্তু আমাদের কোনও আফসোস নেই। আমরা এই মরশুম থেকে অনেক কিছু শিখেছি। সব খেলোয়াড়ই তাদের সেরাটা দিয়েছে। আমরা আগামী বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।”
আরও পড়ুন: বাংলাদেশে রয়েছে ২ টি চিকেন নেক! ভারতকে হুমকি দেওয়া ইউনূসের ঘুম ওড়ালেন আসামের মুখ্যমন্ত্রী
অষ্টম স্থানে থেকে IPL ২০২৫-এর সফর শেষ KKR-এর: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) IPL ২০২৫-এ ১৪ টি ম্যাচের মধ্যে মাত্র ৫ টিতে জিতেছে। অপরদিকে, ৭টি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছে। ২ টি ম্যাচে কোনও ফলাফল হয়নি। এমতাবস্থায়, এই দলটি পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে থেকে IPL ২০২৫-এর সফর শেষ করেছে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: