KKR-এর বড় চমক! এই বিশেষ কারণের জন্যই রাহানেকে করা হল অধিনায়ক

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫-এর আগে এবার নতুন অধিনায়ক ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গত মরশুমে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ওই দলটি। এদিকে, মেগা নিলামের আগে আইয়ারকে রিলিজ করে দেওয়া হয়। নিলামেও তাঁকে কেনেনি ওই ফ্র্যাঞ্চাইজি। তবে, এবার তিনবারের IPL চ্যাম্পিয়ন পেয়েছেন নতুন অধিনায়ক। শাহরুখ খানের দলে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন মুম্বাইয়ের ৩৬ বছর বয়সী খেলোয়াড়।

KKR (Kolkata Knight Riders)-এর অধিনায়ক হলেন রাহানে:

KKR-এর অধিনায়ক হলেন অজিঙ্কা রাহানে: জানিয়ে রাখি যে, KKR (Kolkata Knight Riders)-এর নতুন অধিনায়ক হয়েছেন অজিঙ্কা রাহানে। দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকা অজিঙ্কাই এবার দলের নেতৃত্ব দেবেন। এবারের নিলামে রাহানেকে কিনেছে KKR। তাঁর বেস প্রাইস ১.৫ কোটি টাকায় তাঁকে কিনে নেয় KKR।

এখন রাহানে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি টিম ইন্ডিয়া এবং IPL-এ অধিনায়কত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে রাহানের। তাঁর নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি দখল করে। আর এই অভিজ্ঞতার জন্যই রাহানেকে অধিনায়কত্বের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে KKR (Kolkata Knight Riders)।

আরও পড়ুন: ১৯৭১-এর পর এই প্রথম! বাংলাদেশের “ভারতীয়” বন্দরে নাক গলাচ্ছে পাকিস্তান, কী পরিকল্পনা ইউনূসের?

এদিকে, দলের অধিনায়কত্ব পাওয়ার পর অজিঙ্কা রাহানে বলেছেন, “KKR (Kolkata Knight Riders)-এর নেতৃত্ব দেওয়ার বিষয়টি অত্যন্ত সম্মানের। এটি IPL-এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। আমি মনে করি আমাদের একটি দুর্দান্ত এবং ভারসাম্যপূর্ণ দল রয়েছে। আমি সবার সাথে কাজ করার জন্য এবং আমাদের খেতাব রক্ষার চ্যালেঞ্জ গ্রহণের জন্য উন্মুখ রয়েছি।”

আরও পড়ুন: শুধুমাত্র এই একটি কারণেই ক্রমাগত পতন ঘটছে শেয়ার বাজারে! সামনে এল “চিন্তার খবর”

সহ-অধিনায়কত্ব পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার: মধ্যপ্রদেশের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার IPL ২৯২৫-এ KKR (Kolkata Knight Riders)-এর সবচেয়ে দামি খেলোয়াড়। তাঁকে কিনতে ফ্র্যাঞ্চাইজিকে ২৩.৭৫ কোটি টাকা দিতে হয়েছে। পূর্বে অনুমান করা হয়েছিল যে, ভেঙ্কটেশই হয়তো অধিনায়কত্ব পাবেন। তবে, এখন তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে। আইয়ার KKR-এর হয়ে IPL-এ অভিষেক করেছিলেন এবং এই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। গত বছরও এই দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর