বাংলা হান্ট ডেস্ক: এক সপ্তাহেরও বেশি বিরতির পর ফের শুরু হতে চলেছে IPL ২০২৫। যেখানে আগামী ১৭ মে অর্থাৎ শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সম্পন্ন হবে। এমতাবস্থায়, ক্রিকেট অনুরাগীরা IPL পুনরায় শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু, RCB বনাম KKR ম্যাচ নিয়ে এবার নতুন চিন্তার উদ্রেক ঘটেছে।
RCB বনাম KKR (Kolkata Knight Riders) ম্যাচে বৃষ্টির চিন্তা:
আসলে, ওই ম্যাচে বৃষ্টিকে ঘিরেই বাড়ছে চিন্তা। বেঙ্গালুরুর আবহাওয়া এখন খারাপ এবং সেখানে একটানা বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারও এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রবল বৃষ্টি হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ওই ম্যাচের দিনও বেঙ্গালুরুর আবহাওয়া খারাপ থাকবে। তাই, RCB বনাম KKR (Kolkata Knight Riders) ম্যাচে বাধা আসতে পারে।
আরও পড়ুন: IPL ২০২৫-এ লাগু নতুন নিয়ম! মাথায় হাত ১০ টি দলেরই
Accuweather-এর মতে, আগামী ১৭ মে অর্থাৎ শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ৮৪ শতাংশ। রাতে মেঘলা থাকার সম্ভাবনা ৯৮ শতাংশ। পূর্বাভাস অনুযায়ী, বেঙ্গালুরুতে বিকেল থেকে বৃষ্টি শুরু হতে পারে। এদিকে, RCB বনাম KKR (Kolkata Knight Riders) ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭ টা বেজে ৩০ মিনিটে।
আরও পড়ুন: ২৫০০০০০০০০০০ টাকার লোন! মুকেশ আম্বানির কোম্পানি পেল ভারতের “সবথেকে বড়” বৈদেশিক ঋণ
জানা গিয়েছে, ওইদিন সন্ধ্যে ৭ টা থেকে রাত ৯ টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। তবে, রাত ১০টা থেকে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে। এমন পরিস্থিতিতে বৃষ্টির কারণেই ওই ম্যাচ ব্যাহত হতে পারে। যদিও, এম চিন্নাস্বামীর ড্রেনেজ সিস্টেম বেশ ভালো। তাই, হালকা বৃষ্টি হলেও বেশিক্ষণ ম্যাচ থামাতে পারবে না।
Tim David ❌
Swim David ✅Bengaluru rain couldn’t dampen Timmy’s spirits… Super TD Sopper came out in all glory.
This is Royal Challenge presents RCB Shorts. #PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 pic.twitter.com/PrXpr8rsEa
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 16, 2025
টিম ডেভিড বৃষ্টি উপভোগ করেছেন: জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে তুমুল বৃষ্টিপাত হয়। সেই সময়ে RCB-র সকল খেলোয়াড় ডাগআউটে ছিলেন। কিন্তু, বেঙ্গালুরুর বিস্ফোরক ব্যাটার টিম ডেভিড মাঠে বৃষ্টি উপভোগ করছিলেন। তাঁর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং ক্রিকেট অনুরাগীরাও ওই ভিডিওটি অত্যন্ত পছন্দ করেছেন।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: