বাংলা হান্ট ডেস্ক : IPL জ্বরে কাবু গোটা বিশ্ব। রথী মহারথীদের লড়াইয়ে কাঁপছে বাইশ গজ। এ বলে আমায় দ্যাখ তো ও বলে আমায়। সবে মিলিয়ে দেশে চলছে আইপিএল ঝড়। তবে এই ঝড় এখনই থামার নয়। কারণ আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে T20 ক্রিকেট বিশ্বকাপ। তা নিয়েও প্রস্তুতি তুঙ্গে। আইপিএল-র সেরা প্লেয়ারদের উপর নজর রয়েছে BCCI-র।
মরশুমের শুরুর থেকেই দূর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে রাজস্থান রয়্যালস (Rajsthan Royals) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দুই দলই এখনও পর্যন্ত একটা করে ম্যাচ হেরেছে। যদিও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজস্থান, ৫ ম্যাচের পর দখলে ১০ পয়েন্ট। যেখানে কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে। KKR এর দখলে রয়েছে ৮ পয়েন্ট। আর এবার এই দুই দল প্রথমবারের মত মুখোমুখি হতে চলেছে ক্রিকেটের মক্কা ইডেনে।
পয়েন্ট টেবিলে KKR-র অবস্থান
এখনও পর্যন্ত কেবল চেন্নাইয়ের বিরুদ্ধেই থেমেছে কলকাতার বিজয়রথ। যদিও তারপরের দুই ম্যাচেই অবিশ্বাস্য জয় নিয়ে ফিরছে শ্রেয়াস ব্রিগেড। একই সাথে নিজের জাত চেনাতে শুরু করেছে অজি তারকা মিচেল স্টার্কও। লখনউয়ের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে, কলকাতার ২৫ কোটি জলে যায়নি। তবে এখন কলকাতার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রাজস্থানকে হারানো। এই ম্যাচটি জিততে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে কেকেআর।
আরও পড়ুন : হারের হ্যাটট্রিকের ধাক্কা কাটিয়ে লিগ-শিল্ড জয়, এই ৩ কারণেই মুম্বইকে হারাল মোহনবাগান
বাদ পড়বেন রিঙ্কু সিং : এমন আবহে শোনা যাচ্ছে, ইডেনের মাঠে বিশেষ কিছু বদলাচ্ছে না কলকাতা। গত ম্যাচেও মাঠের বাইরেই ছিলেন রিঙ্কু। আর এবারও রিঙ্কুকে ছাড়াই ইডেনে নামবে শ্রেয়াস ব্রিগেড। বদলে তাকে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলাতে পারে কলকাতা।
আরও পড়ুন : শিয়ালদা লাইনে চরম ভোগান্তি, টানা ২০ দিন বন্ধ একাধিক লোকাল! দেখুন তালিকা
চলুন দেখে নিন কলকাতার সম্ভাব্য একাদশ : দেখে নিন রাজস্থানের বিরুদ্ধে কেমন একাদশ নিয়ে নামতে পারে কলকাতা। সুনীল নারিন, ফিল সল্ট, আংক্রিশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার, রমনদীপ সিং, মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, চেতন সাকারিয়া। ইমপ্যাক্ট প্লেয়ার- ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং,।