বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই IPL-এর সমস্ত দল মেগা নিলামের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু তাই নয়, দলগুলির তরফে খেলোয়াড়দের রিটেনশন তালিকাও প্রকাশ করা হয়েছে। এমতাবস্থায়, চলতি বছরের IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। তবে, এই তালিকায় শ্রেয়াস আইয়ারের নাম নেই। আইয়ার একজন শক্তিশালী খেলোয়াড় এবং তিনি দলের অধিনায়কও ছিলেন। এদিকে, এখন KKR (Kolkata Knight Riders)-এর কাছে রয়েছে ৫১ কোটি টাকা। দলের রিটেনশনের জন্য ৬৯ কোটি টাকা খরচ করা হয়েছে। এমতাবস্থায়, মেগা নিলামে একাধিক তারকা খেলোয়াড়দের টার্গেট করতে পারে এই দল।
কোন কোন খেলোয়াড়ের দিকে নজর দেবে KKR (Kolkata Knight Riders):
জানিয়ে রাখি যে, গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল KKR (Kolkata Knight Riders)। কিন্তু, এবার বেশিরভাগ খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হয়েছে। তাই, নিলামের পর কিছু নতুন খেলোয়াড়ও দলে যোগ দেবেন। এদিকে, মেগা নিলামে ফাস্ট বোলার খুঁজবে KKR। কারণ, KKR মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছে । জানা গিয়েছে যে, KKR দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজির ওপর নজর রাখছে।
KKR শক্তিশালী মিডল অর্ডারও খুঁজছে: উল্লেখ্য যে, KKR (Kolkata Knight Riders) নীতীশ রানা এবং শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছে। এবার এই দলের দরকার শক্তিশালী মিডল অর্ডার। এমতাবস্থায়, KKR আংকৃশ রঘুবংশী এবং সরফরাজ খানের দিকে যেতে পারে। অর্থাৎ, এই তরুণ ব্যাটারদের নিজেদের দলে আনতে চাইবে কলকাতা। এর পাশাপাশি আফগান খেলোয়াড় রহমানুল্লাহ গুরবাজকেও কেনার চেষ্টা করা হতে পারে। গুরবাজকেও KKR ছেড়ে দিয়েছে।
আরও পড়ুন: মুকেশ আম্বানির বড় চমক! স্ত্রী নীতাকে উপহার দিলেন ৭০০০০০০০০০০০ কোটির কোম্পানি
KKR কোন খেলোয়াড়দের ধরে রেখেছে: রিঙ্কু সিং (১৩ কোটি টাকা), বরুণ চক্রবর্তী (১২ কোটি টাকা), সুনীল নারিন (১২ কোটি টাকা), আন্দ্রে রাসেল (১২ কোটি টাকা), হর্ষিত রানা (৪ কোটি টাকা), রমনদীপ সিং ( ৪ কোটি টাকা)।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় চোট পেলেন বিরাট কোহলি! পৌঁছলেন হাসপাতালেও, বড় ধাক্কার মুখে টিম ইন্ডিয়া
KKR এই খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে: নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়স আইয়ার, জেসন রায়, সুয়াশ শর্মা, অনুকুল রায়, ভেঙ্কটেশ আইয়ার, বৈভব অরোরা, কেএস ভরত, চেতন সাকারিয়া, আংকৃশ রঘুবংশী, শেরফেন রাদারফোর্ড, মনীশ পান্ডে, মুজিব উর রহমান, গস অ্যাটকিনসন এবং সাকিব হোসেন।