বুধবার দেশজুড়ে মক ড্রিল! ব্ল্যাকআউট হলে ইডেনে কীভাবে খেলা হবে KKR-CSK ম্যাচ?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলার পর ভারত একের পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করছে।
বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পর, এবার সরকার দেশজুড়ে মক ড্রিল এবং ব্ল্যাকআউট অনুশীলনের নির্দেশ দিয়েছে। এমতাবস্থায়, আগামী বুধবার অর্থাৎ ৭ মে সারা দেশে মক ড্রিল পরিচালিত হবে এবং সেই সময় রাতে একাধিক জায়গায় ব্ল্যাকআউটের অনুশীলন পরিচালিত হবে। তবে প্রশ্ন হল, এই মহড়া IPL-এর ম্যাচে আদৌ কী প্রভাব ফেলবে? জানিয়ে রাখি যে, আগামী ৭ মে IPL-এ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটি সম্পন্ন হবে ইডেনে। এমতাবস্থায়, যদি এই ম্যাচে কোনও ব্ল্যাকআউট হয় সেক্ষেত্রে এই ম্যাচটি কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনুরাগীরা। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

৭ মে আদৌ সম্পন্ন হবে KKR (Kolkata Knight Riders)-CSK ম্যাচ?

KKR বনাম CSK ম্যাচে ব্ল্যাকআউটের কোনও প্রভাব পড়বে না: জানিয়ে রাখি যে, বুধবার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় মক ড্রিল এবং ব্ল্যাকআউটের আয়োজন করা হবে। যদিও কলকাতার নাম এই তালিকায় নেই। কিন্তু কলকাতায় যদি ব্ল্যাকআউটও হয়, তবুও খেলার ওপর এর কোনও প্রভাব পড়ত না।

Kolkata Knight Riders Chennai Super Kings Match Update.

কারণ, কলকাতার ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের বিদ্যুৎ ব্যবহার করা হয় না। বরং, ইডেনে নিজস্ব জেনারেটর ব্যবহার করে। দিবা-রাত্রির ম্যাচে এগুলি ব্যবহার করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে, IPL ম্যাচের সময়ে ইডেনে জেনারেটর ভাড়া করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ইডেন গার্ডেন্সে ৪ টি লাইট টাওয়ার রয়েছে। যার মধ্যে মোট ৪৮৪ টি আলো স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: “টুকরো টুকরো হবে ভারত”, দিল্লি দখলের অঙ্গীকারে একসাথে হাত মেলাল লস্কর-জইশ-হামাস

IPL-এ KKR-এর “ডু অর ডাই” ম্যাচ: জানিয়ে রাখি, IPL-এর এই মরশুমে, চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। কিন্তু, KKR (Kolkata Knight Riders) এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে। KKR ১১ টি ম্যাচের মধ্যে ৫ টিতে জিতেছে। তবে, তাদের এখনও ৩ টি ম্যাচ বাকি আছে।

আরও পড়ুন: ৭ মে বাজবে যুদ্ধের সাইরেন! বঙ্গে কোথায় কোথায় মক ড্রিল? কীভাবে হবেন সতর্ক? জানুন বিশদে

এমতাবস্থায়, যদি KKR ৩ টি ম্যাচে প্রতিটিতেই জিততে পারে তাহলে এই দলের পয়েন্ট হবে ১৬ এবং তারা প্লে-অফেও যেতে পারবে। অর্থাৎ চেন্নাইয়ের বিরুদ্ধে কোনওভাবেই পরাজিত হওয়া যাবেনা KKR (Kolkata Knight Riders)-এর। কারণ, ৩ টি ম্যাচের মধ্যে যেকোনও ১ টি ম্যাচে হেরে গেলেই চলতি বছরের IPL থেকে ছিটকে যাবে কলকাতা।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X