IPL-এর আগে বিরাট “সারপ্রাইজ” পেল KKR! বল হাতে এবার ঝড় তুললেন রিঙ্কু

বাংলা হান্ট ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা খেলোয়াড় তথা উত্তরপ্রদেশের অধিনায়ক রিঙ্কু সিং এবার বিরাট চমক দেখিয়েছেন। যা নিঃসন্দেহে অবাক করেছে ক্রিকেট অনুরাগীদের। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চণ্ডীগড়ের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে বোলিংয়ের মাধ্যমে বাজিমাত করেছেন তিনি। চণ্ডীগড়ের বিরুদ্ধে ম্যাচে রিঙ্কু বল করেন। যেখানে ৪.৪ ওভারে ৪১ রান দিয়েছেন তিনি। তবে, এ কে কৌশিক এবং জগজিৎ সিং সান্ধুকে আউট করে তিনি ২ টি উইকেট তুলে নেন।

বিরাট “সারপ্রাইজ” পেল KKR (Kolkata Knight Riders):

এমতাবস্থায়, বল হাতে রিঙ্কুর এই পারফরম্যান্স তাঁকে অবশ্যই IPL ২০২৫-এ ভিন্ন ভূমিকায় অবতীর্ণ করতে পারে। এদিকে, তাঁর এই পারফরম্যান্স KKR (Kolkata Knight Riders)-এর জন্যও একটি বাড়তি প্রাপ্তি হবে। সেক্ষেত্রে KKR রিঙ্কু সিংকে বিপজ্জনক ফিনিশারের পাশাপাশি বোলার হিসেবেও ব্যবহার করতে সক্ষম হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, রিঙ্কু প্রথম শ্রেণি এবং লিস্ট এ উভয় ক্রিকেটেই নিয়মিত বোলিং করে আসছেন এবং এখনও পর্যন্ত তিনি ১৫ টি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করেছেন তিনি।

Kolkata Knight Riders got a big surprise this time.

কয়েকদিন আগেই নিজের বোলিংয়ের প্রসঙ্গে রিঙ্কু জানিয়েছিলেন, “আমি UPT20 লিগেও বোলিংয়ের চেষ্টা করেছি। এখন আমি আমার বোলিংয়ে মনোযোগ দিচ্ছি। উত্তরপ্রদেশের অধিনায়ক হিসেবে আমার একটা বড় ভূমিকা আছে এবং আমি তার জন্য প্রস্তুত।

আরও পড়ুন: জল্পনা শেষ, নতুন বছরের শুরুতেই শেষ হবে রোহিত-বিরাটের টেস্ট কেরিয়ার? সামনে এল বড় আপডেট

রিঙ্কুকে অধিনায়ক করতে পারে KKR: প্রসঙ্গত উল্লেখ্য যে, রিঙ্কু সিং IPL ২০২৫-এ KKR (Kolkata Knight Riders)-এর পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়েও এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁকে মেগা নিলামের আগে KKR ধরে রাখে। তিনি বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের নেতৃত্ব দিচ্ছেন। রিঙ্কু সিং ২০২৪ সালের শুরুতে UPT20 লিগে মিরাট ম্যাভেরিক্সের নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে তিনি ৯ ইনিংসে ১৬১.৫৪ স্ট্রাইক রেটে ২১০ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান।

আরও পড়ুন: হয়ে গেল কনফার্ম! এবার ২৫ বছরের পুরনো সম্পর্ক ভাঙতে চলেছেন আদানি

রিঙ্কুর আন্তর্জাতিক কেরিয়ার: ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রিঙ্কু এখনও পর্যন্ত ২ টি ODI এবং ৩০ টি T20 আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে খেলেছেন। ODI-তে তিনি ১৩৪.১৫ স্ট্রাইক রেটে ৫৫ রান করেছেন। এদিকে, T20 আন্তর্জাতিক ম্যাচে তিনি ১৬৬.১৫ স্ট্রাইক রেটে ৫০৭ রান করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর