বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুর্ভাগ্যের হার KKR-এর! অর্শদীপ, রাজাপক্ষদের দাপটে জয় পাঞ্জাবের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃষ্টি বাঁধ সাধলো জয়ের পথে। সাউদি, উমেশ, শার্দূল, নারায়নের মতো হার্ড হিটাররা সুযোগই পেলেন না লড়াই করার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ রানে হার মানতে হলো কলকাতা নাইট রাইডার্স দলকে। আজ টস হারলেও পাঞ্জাবের মনোভাব প্রথম থেকেই ছিল পরিষ্কার। একজন ক্রিকেটার গোটা ইনিংসটা ধরে রাখবেন আর বাকি ব্যাটাররা আগ্রাসী ব্যাটিং করে রানের গতি বজায় রাখবেন। আর ঠিক তেমনটাই করলেন শিখর ধাওয়ান। ২৯ বলে ৪০ রান করে পাঞ্জাব অধিনায়ক এগিয়ে নিয়ে গেলেন দলের ইনিংসকে। অপর দিক দিয়ে টপ অর্ডারের বাকি ব্যাটাররা রান করে গেলেন বেপরোয়াভাবে।

প্রভসিমরান সিং (২৩) ও জিতেশ শর্মাদের (২১) মতো ভারতীয় তারকারা সাহসী ব্যাটিং করেছেন। দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতরান করেছেন শ্রীলঙ্কার তারকা বেটার ভানুকা রাজাপক্ষ। ৩২ বলে সাতটি বাউন্ডারি মেরে ৫০ রান করে উমেশ যাদবের শিকার হয়েছেন তিনি। উমেশ যাদব এবং বরুন চক্রবর্তী বেশ কৃপণ বোলিং করেছেন এবং একটি করে উইকেট পেয়েছেন।

নাইট রাইডার্সের বোলাররা শেষ ১০ ওভারে নিয়মিত ব্যবধানে উইকেট তুলে রানের গতিতে কিছুটা লাগাম পরিয়েছিলেন। নয়তো একসময় পাঞ্জাব কিংসের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা সহজেই ২০০ রানের গণ্ডি অতিক্রম করবে। তবে শেষ দিকে শাহরুখ খান (১১) এবং স্যাম ক্যারান (২৬) আগ্রাসে ব্যাটিং করে নাইটদের বিরুদ্ধে ১৯১ রানের স্কোর তোলেন।

এরপর রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই দুই উইকেট তুলে নিয়ে নাইট রাইডার্সকে বড় ধাক্কা দেন অর্শদীপ সিং। কিন্তু রহমানুল্লাহ গুরবাজ আক্রমণাত্মক ব্যাটিং করে যেতে থাকেন। যদিও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তিনি। ১৬ বলে ২২ রান করে ইলেশের শিকার হন তিনি। এরপর ২৯ রানে ৩ উইকেট হারানো অবস্থা থেকে অধিনায়ক নীতিশ রানা ও ভেক্টটেশ আইয়ার নাইটদের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।

এরপর জিম্বাবোয়ের সিকান্দার রাজা ২৪ রানের ব্যক্তিগত স্কোরে রানাকে ফেরত পাঠান। রিঙ্কু সিং ৪ রান করে রাহুল চাহারের শিকার হন। রাসেল ঝড় উঠেছিল বটে, কিন্তু ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের তারকা ক্রিকেটার স্যাম ক্যারান ৩৫ রানের ব্যক্তিগত স্কোরে তাকে ড্রেসিংরুমে ফেরত পাঠান। এরপর অর্শদীপ নিজের তৃতীয় শিকার হিসাবে ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে ম্যাচ পাঞ্জাবের দিকে ঢলিয়ে দেন। শার্দূল ঠাকুর ও সুনীল নারায়ণ চেষ্টা করছিলেন বটে, কিন্তু ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলার পর বৃষ্টি আসে। ডাকওয়াথ লুইস নিয়মে ৭ রানে পিছিয়ে ছিল কেকেআর। শেষ পর্যন্ত ম্যাচ আর শুরু করা যায়নি এবং ওই রানের ব্যবধানেই হাঁটতে হয় নাইট রাইডার্সকে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর