বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরেই ক্রিকেট অনুরাগীরা মেতে উঠবেন IPL-এর আনন্দে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২ মার্চ ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই মেগা টুর্নামেন্ট। যদিও, ঠিক তার আগেই একটি বড় আপডেট সামনে এসেছে। শুধু তাই নয়, এটাও অনুমান করা হচ্ছে যে এবার নিরাপত্তার কারণে KKR (Kolkata Knight Riders)-এর একটি ম্যাচ রিশিডিউল হতে পারে।
KKR (Kolkata Knight Riders)-এর ম্যাচের সূচিতে হতে চলেছে বদল:
জানিয়ে রাখি, আগামী ৬ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। কিন্তু, এই ম্যাচটিই রিশিডিউল হতে পারে বলি অনুমান করা হচ্ছে। মূলত, নিরাপত্তাজনিত কারণের বিষয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। আসলে, রাম নবমী উদযাপনের কারণে ওই ম্যাচের নিরাপত্তার ক্ষেত্রে ছাড়পত্র দেয়নি পুলিশ।
এদিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে রাম নবমীতে পশ্চিমবঙ্গে ২০ হাজারেরও বেশি মিছিল বের করা হবে। যার কারণে রাজ্য জুড়ে নিরাপত্তার প্রয়োজনীয়তা বেড়েছে। ওই কারণেই এই ম্যাচ এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। ইতিমধ্যেই এই সংক্রান্ত তথ্য BCCI-কেও পাঠানো হয়েছে।
আরও পড়ুন: টাটা গ্রুপের ৯১,০০০ কোটি টাকার চমক! এই শহরেই তৈরি হচ্ছে ভারতের প্রথম স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল সিটি
পাশাপাশি, বিষয়টির পরিপ্রেক্ষিতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি মঙ্গলবার পুলিশের সাথে দুই দফা আলোচনার পরে নিশ্চিত করেছেন যে পুলিশ আধিকারিকরা ম্যাচের জন্য ছাড়পত্র দেননি। স্নেহাশিষ বলেন, “তাঁরা পরিষ্কারভাবে বলেছেন তাঁরা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবেন না। পুলিশি নিরাপত্তা না থাকলে ৬৫ হাজারের ভিড় সামলানো অসম্ভব হয়ে পড়বে। আমরা BCCI-কে জানিয়েছি এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও সময় আছে। গত বছরও রাম নবমীর কারণে IPL ম্যাচ রিশিডিউল করতে হয়েছিল।”
আরও পড়ুন: গোপনে ভারত থেকে এই জিনিস কিনছে পাকিস্তান! সত্যি সামনে আসতেই মুখোশ খুলল শেহবাজ সরকারের
জানিয়ে রাখি যে, গত মরশুমেও, রাম নবমীতে নিরাপত্তার উদ্বেগের কারণে KKR (Kolkata Knight Riders) এবং রাজস্থান রয়্যালসের মধ্যে হওয়া ম্যাচটি রিশিডিউল করতে হয়েছিল। এছাড়াও, আরও অনেক ম্যাচ এর আগে রিশিডিউল করা হয়েছে। তাই, এই বিষয়টি নতুন নয়। উল্লেখ্য যে, আগামী ৫ ও ৬ এপ্রিল ডাবল হেডার ম্যাচ রয়েছে। এমতাবস্থায় ওই ম্যাচটি অন্য যেকোনও ম্যাচের সাথে অদলবদল করা হতে পারে। এক্ষেত্রে, ৫ এপ্রিল সম্পন্ন হওয়া ম্যাচটি ৬ এপ্রিল খেলা হতে পারে এবং এই ম্যাচটি একদিন আগে অনুষ্ঠিত হতে পারে। তবে, BCCI-কে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।