জলে যাবে কোটি কোটি টাকা? IPL-এর আগে KKR-এর ঘুম ওড়ালেন এই প্লেয়ার

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL শুরু হতে আর বেশি বাকি নেই। ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রতিটি দল তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে। পাশাপাশি, প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি চাইছে যে তাদের সব খেলোয়াড় যেন পুরোপুরি ফিট হয়ে দলের সাথে যুক্ত হয়। তবে, ২০২৪ সালের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) চিন্তা এদিক থেকে বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। কারণ, ওই দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা বোলার চোটের সম্মুখীন হয়েছেন।

বড়সড় ধাক্কা পেতে পারে KKR (Kolkata Knight Riders):

চোটের সম্মুখীন হয়েছেন এনরিখ নরকিয়া: প্রসঙ্গত উল্লেখ্য যে, IPL-এর আগে মেগা নিলামে দক্ষিণ আফ্রিকার তারকা বোলার এনরিখ নরকিয়াকে কিনেছে KKR (Kolkata Knight Riders)। কিন্তু, তিনি গুরুতর চোটের সম্মুখীন হয়েছেন। যার ফলে এনরিখ নরকিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গিয়েছেন। এমতাবস্থায়, তিনি কবে ফিট হবেন সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

T20 বিশ্বকাপের পর আর কোনও ম্যাচ খেলেননি: ২০২৪ সালের T20 বিশ্বকাপের পর থেকে এনরিখ নরকিয়া দক্ষিণ আফ্রিকার হয়ে একটিও ম্যাচ খেলতে পারেননি। SA20 লিগের চলতি মরশুম থেকেও বাদ পড়েছেন তিনি। এদিকে, নরকিয়া কখন ফিট হবেন সেই সম্পর্কে এখনও কোনও আপডেট নেই। তাই IPL-এ তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।

Kolkata Knight Riders may face a major setback.

KKR-এর সবচেয়ে অভিজ্ঞ বোলার: KKR (Kolkata Knight Riders)-এর দলে হর্ষিত রানা, উমরান মালিক, বৈভব অরোরা এবং স্পেন্সার জনসনের মতো একাধিক ফাস্ট বোলার রয়েছেন। তবে এনরিক নরকিয়া সবচেয়ে অভিজ্ঞ এবং যেকোনও পরিস্থিতিতে বল করতে পারেন। তাই, তিনি চোটের কারণে KKR-এর হয়ে খেলতে না পারলে তা নিঃসন্দেহে দলের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: আদানিকে চাপে ফেলা হিন্ডেনবার্গ রিসার্চ আচমকাই হল বন্ধ! কি জানালেন সংস্থার প্রধান অ্যান্ডারসন?

IPL-এ দুর্ধর্ষ রেকর্ড: এনরিক নরখিয়া IPL-এ মোট ৬০ টি ম্যাচ খেলেছেন এবং তাতে ৬০ টি উইকেট নিয়েছেন। তাঁর ইকনমি মাত্র ৮.৯৬। যা দলের অন্যান্য বোলারদের থেকে কম।

আরও পড়ুন: ISRO-র হাত ধরে ফের তৈরি ইতিহাস! মহাকাশে “আলিঙ্গন” দুই স্যাটেলাইটের, নজির গড়ল ভারত

আন্দ্রে রাসেলের ওপর চাপ বাড়তে পারে: এনরিক নরখিয়া যদি IPL-এর বাইরে থাকেন, তাহলে KKR (Kolkata Knight Riders)-এর তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে আরও বেশি বল করতে হবে এবং তাঁর ওপরে চাপও বাড়বে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর