বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫-এ গত ৩ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে এই মরশুমের ১৫ তম ম্যাচটি সম্পন্ন হয়। যেখানে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮০ রানে পরাজিত করে। এদিকে, এই বড় জয়ের সাথেই KKR নিজের নামে ঐতিহাসিক রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, কলকাতা এখন চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলকেও পেছনে ফেলেছে।
নজির গড়ল KKR (Kolkata Knight Riders):
ওই ম্যাচে প্রথমে খেলতে নেমে পুরো ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে কলকাতা। যার জবাবের ইনিংসে, SRH দল ১৬.৪ ওভারে মাত্র ১২০ রানে গুটিয়ে যায়। IPL-এ রানের নিরিখে এটাই হায়দ্রাবাদের সবচেয়ে বড় পরাজয়। এইভাবে, KKR (Kolkata Knight Riders) একটি দুর্দান্ত জয় অর্জন করে এবং নিজের নামে একটি বড় রেকর্ডও তৈরি করে ফেলেছে।
Five in a row! KKR secure their 20th win over SRH in IPL history!
Mumbai Indians still on top, dominating KKR with 24 wins! #IPL2025 #KKRvSRH #AjinkyaRahane #Sportskeeda pic.twitter.com/JtAuilVTfi
— Sportskeeda (@Sportskeeda) April 3, 2025
সানরাইজার্সের বিরুদ্ধে জয়ের মাধ্যমে ইতিহাস গড়ল KKR: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে IPL-এ এটি KKR (Kolkata Knight Riders)-এর ২০ তম জয়। এমতাবস্থায়, এখন তারা IPL-এর প্রথম এমন হিসেবে বিবেচিত হচ্ছে যারা ৩ টি দলের বিরুদ্ধে ২০ বা তারও বেশি ম্যাচ জিতেছে। KKR IPL-এ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১ টি ম্যাচ এবং RCB-র বিরুদ্ধে ২০ টি ম্যাচ জিতেছে।
আরও পড়ুন: ওয়াকফ আসলে কী? কেনই বা করা হচ্ছে সংশোধন? কীভাবে মিলবে লাভ? রইল বিস্তারিত তথ্য
এখন এই তালিকায় যোগ হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদও। KKR (Kolkata Knight Riders) হায়দ্রাবাদকে ২০ বার পরাজিত করেছে। এদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সও এই তালিকায় রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স KKR-কে সর্বোচ্চ ২৪ বার পরাজিত করেছে এবং চেন্নাই সুপার কিংসকে পরাজিত করেছে ২০ বার। যেখানে চেন্নাই সুপার কিংস RCB-র বিরুদ্ধে সর্বোচ্চ ২১ বার জিতেছে।
আরও পড়ুন: আর ভরসা নেই চিনে! ভারতকেই নিজেদের “সেন্টার” করতে চাইছে বিশ্বের জনপ্রিয় এই সংস্থা
প্রসঙ্গত উল্লেখ্য যে, KKR (Kolkata Knight Riders) সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে টানা পঞ্চম জয় পেয়েছে এবং এই নিরিখে তারা দিল্লি ক্যাপিটালসের রেকর্ডের সমান অবস্থায় পৌঁছে গিয়েছে। দিল্লি ক্যাপিটালস ২০২০ থেকে ২০২৩ মরশুমে পর্যন্ত টানা ৫ বার সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে। জানিয় রাখি যে, KKR IPL ২০২৪-এর ফাইনালে সানরাইজার্সকে হারিয়েছিল এবং এখন এই মরশুমেও তারা ওই দলকে পরাজিত করেছে।