এবার ঝড় তুলবে KKR! ফিট হয়ে মাঠে নামতে প্রস্তুত এই বিধ্বংসী প্লেয়ার, বেজায় খুশি অনুরাগীরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আগামী ৩১ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। তবে, ওই ম্যাচের আগে, KKR-এর জন্য বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দলের তারকা খেলোয়াড় সুনীল নারিন ফিট এবং তিনি ওই ম্যাচে খেলতেও পারেন। ইতিমধ্যেই তিনি অনুশীলন শুরু করেছেন। মূলত, অসুস্থতার কারণে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি।

KKR (Kolkata Knight Riders)-এ উঠবে ঝড়:

গত ম্যাচে নারিনের পরিবর্তে খেলেছেন মঈন আলী: জানিয়ে রাখি, গত ম্যাচে নারিনের পরিবর্তে মঈন আলী সুযোগ পেয়েছিলেন। ওই ম্যাচে বোলিংয়ে চার ওভারে ২৩ রানে ২ উইকেট নিয়েছিলেন মঈন। এছাড়া ব্যাট হাতে ৫ রান করেন তিনি।

Kolkata Knight Riders Player recent update.
সুনীল নারিন

তবে, এবার নারিন ফিট থাকলে KKR (Kolkata Knight Riders)-এর প্লেয়িং ইলেভেনের বাইরে যেতে পারেন মঈন। শেষ ম্যাচের পর মঈন জানিয়েছিলেন, “আমি সবসময় প্রস্তুত থাকার চেষ্টা করি। যখনই সুযোগ আসে তখনই সেটাকে ভালোভাবে কাজে লাগানোরও চেষ্টা করি।”

আরও পড়ুন: এবার গোটা বিশ্বকে চমকে দেবে ভারত! কেন্দ্রের “এই” সিদ্ধান্তেই হল বাজিমাত, মিলবে হাজার হাজার চাকরি

IPL-এ সেঞ্চুরি করেছেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, সুনীল নারিন ২০১২ সাল থেকে IPL খেলছেন এবং এককভাবে KKR (Kolkata Knight Riders)-কে বহু ম্যাচে জিতিয়েছেন। তিনি দুর্দান্ত বোলিং করেন এবং একজন দক্ষ ব্যাটারও বটে। IPL-এ ১৭৮ টি ম্যাচে তিনি ১৮১ টি উইকেট নিয়েছেন। এছাড়াও, তিনি করেছেন ১,৫৭৮ রান। এখন পর্যন্ত IPL-এ তিনি ১ টি সেঞ্চুরি ও ৭ টি হাফ-সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের জন্য “বিশেষ দাবি” রোহিত শর্মার! রাখঢাক না রেখে কী জানালেন হিটম্যান?

KKR এখনও পর্যন্ত ১ টি ম্যাচ জিতেছে: জানিয়ে রাখি যে, IPL ২০২৫ -এ, কলকাতা নাইট রাইডার্স দল উদ্বোধনী ম্যাচে RCB-র কাছে পরাজিত হয়। এরপর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিতেছে KKR (Kolkata Knight Riders)। এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে KKR। যার মধ্যে ১ টি জিতেছে এবং ১ টি ম্যাচে তারা পরাজিত হয়েছে। বর্তমানে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে এই দল।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X