অনুশীলনেই বড় চমক! রিঙ্কু-রাসেল নয়, KKR-এর “তুরুপের তাস” হবেন এই খেলোয়াড়

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা! তারপরেই শুরু হতে চলেছে চলতি বছরের IPL। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২২ মার্চ থেকে শুরু হবে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্ট। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে KKR (Kolkata Knight Riders) এবং RCB। এমতাবস্থায়, জোরকদমে প্রস্তুতি শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। তবে, ইতিমধ্যেই KKR-এর এক খেলোয়াড় সকলের নজর কেড়েছেন। শুধু তাই নয়, গত শনিবারের রাতে KKR-এর প্রথম প্র্যাকটস ম্যাচে রীতিমতো ঝড় তুলেছেন লুভনিথ সিসোদিয়া।

KKR (Kolkata Knight Riders)-এর তুরুপের তাস:

ওপেন করতে নেমে তিনি মাত্র ২৩ বলে ৪৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, গতবছর সম্পন্ন হওয়া মেগা নিলামে সিসোদিয়াকে মাত্র ৩০ লক্ষ টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এর আগে ২০২২ সালে এই খেলোয়াড়কে তাঁর বেস প্রাইস ২০ লক্ষ টাকায় কিনেছিল RCB। যদিও, ওই দলের হয়ে তিনি একটিও ম্যাচ খেলতে পারেননি।

Kolkata Knight Riders Player Update.
লুভনিথ সিসোদিয়া

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বুধবার থেকেই KKR (Kolkata Knight Riders) তার প্রস্তুতি শুরু করেছে। পরপর দু’দিন ইডেনে অনুশীলনের পর শুক্রবার দোল উপলক্ষ্যে প্র্যাকটিস বন্ধ ছিল। এমতাবস্থায়, শনিবারে প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলতে নামেন KKR-এর খেলোয়ড়েরা। টিম পার্পেল এবং টিম গোল্ড এই দুই দলে বিভক্ত হয়ে শুরু হয় ম্যাচটি। যেখানে, টিম গোল্ডের হয়ে খেলতে দেখা যায় সিসোদিয়াকে। আর সেখানেই প্রত্যেকের নজর কেড়েছেন তিনি।

আরও পড়ুন: ২০ টাকারও নিচে দাম! শেয়ার বাজারে বড় চমক আম্বানির এই কোম্পানির, করে দেবে মালামাল

জানিয়ে রাখি যে, KKR (Kolkata Knight Riders)-এর কাছে রয়েছেন কুইন্টন ডি কক এবং রহমাতুল্লাহ গুরবাজের মতো দুই তারকা উইকেট কিপার। তবে প্রয়োজনে, লুভনিথকেও খেলাতে পারে KKR। তিনি উইকেটকিপিংয়ের পাশাপাশি বাঁ হাতি ওপেনার। আর এমনটা হলে বিদেশি কোটায় অন্য বিকল্প উপলব্ধ থাকবে দলের কাছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ঘরোয়া ক্রিকেটে লুভনিথ কর্ণাটকের হয়ে খেলেন।

আরও পড়ুন: পাকিস্তানে বিরাট হামলা! খতম ভারতের সবথেকে বড় শত্রু

২০১৯ সালে সৈয়দ মুস্তাক আলিতে ট্রফিতে অভিষেক ঘটে তাঁর। কিন্তু সেখানে তিনি তেমন নজর কাড়তে পারেননি। তবে, এবার কর্ণাটকের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ মহারাজা টি-২০ লিগে তিনি বেশ সফল হয়েছেন। আর এবার সরাসরি KKR (Kolkata Knight Riders)-এর প্র্যাকটিস ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্সের ওপর ভর করে লুভনিথ সিসোদিয়া উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর