বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শেষ হয়েছে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে দুর্ধর্ষ জয় হাসিল করেছে টিম ইন্ডিয়া। এরপর ক্রিকেট অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন IPL-এর জন্য। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে IPL-এর ১৮ তম মরশুম। যেখানে প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিকে ইতিমধ্যেই KKR তাদের নতুন অধিনায়কের নামও ঘোষণা করেছে। এমতাবস্থায়, ওই প্রথম ম্যাচে KKR-এর প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে সেই বিষয়ে বর্তমান প্রতিবেদনে আজ আমরা বিস্তারিত আলোচনা করছি।
কেমন হবে KKR (Kolkata Knight Riders)-এর প্লেয়িং ইলেভেন?
গত বছরের IPL-এ দুর্দান্ত পারফরম্যান্স KKR-এর: জানিয়ে রাখি যে, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জন্য IPL-এর গত মরশুম অত্যন্ত ভালো ছিল। ওই দল ১৪ টি লিগ ম্যাচের মধ্যে ৯ টিতে জয লাভ করে। যেখানে তারা ৩ টি ম্যাচে পরাজিত হয়। অপরদিকে, বৃষ্টির কারণে ২ ম্যাচের ফল ঘোষণা করা যায়নি। এমতাবস্থায়, ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দলটি।
Season Naya. Shuruvat Nayi. Zidd ki Nayi Hadd! pic.twitter.com/Z3ra9H7zLg
— KolkataKnightRiders (@KKRiders) March 12, 2025
চ্যাম্পিয়ন হয় KKR: গতবছরের ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। যেখানে কলকাতা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। IPL-এ KKR মোট ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। কলকাতা নাইট রাইডার্স ২০১২ সালে প্রথম শিরোপা জিতেছিল। তারপর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ২০১৪ সালে। এরপরে ওই দলটি দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ, এরপরে কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত? জানুন বিস্তারিত
নতুন অধিনায়ক: প্রসঙ্গত উল্লেখ্য, এবারের IPL-এ KKR (Kolkata Knight Riders)-এর নতুন অধিনায়ক হয়েছেন অজিঙ্কা রাহানে। তিনি শ্রেয়াস আইয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন। তাঁর নেতৃত্বেই এবার দাপট দেখাতে প্রস্তুত KKR।
আরও পড়ুন: ৩৪৫ শতাংশেরও বেশি বৃদ্ধি! টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারে বিরাট দাপট, মালামাল বিনিয়োগকারীরা
KKR-এর প্লেয়িং ইলেভেন কেমন হবে: IPL-এর উদ্বোধনী ম্যাচে KKR (Kolkata Knight Riders) শক্তিশালী প্লেয়িং ইলেভেন নিয়ে মাঠে নামতে পারে। সেক্ষেত্রে দলে থাকার সম্ভাবনা রয়েছে কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা এবং হর্ষিত রানা।