বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL-এ গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের পারফরম্যান্স এখনও তেমন নজর কাড়তে পারেনি। এই দলটি গত মরশুমে শিরোপা জিতলেও এবার তারা প্লে-অফে পৌঁছনোর জন্যই যথেষ্ট লড়াই করছে। KKR কিছু ম্যাচ ভালো পারফর্ম করেছে। কিন্তু কিছু ম্যাচে এই দলের পারফরম্যান্স রীতিমতো হতাশ করেছে। আর সেই কারণেই, এবার দি দলের জন্য প্লে-অফে যাওয়ার পথ খুবই কঠিন হয়ে পড়েছে।
কীভাবে প্লে-অফে পৌঁছতে পারবে KKR (Kolkata Knight Riders):
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) IPL ২০২৫-এ এখনও পর্যন্ত মোট ৯ টি ম্যাচ খেলেছে। যার মধ্যে তারা ৩ টি ম্যাচে জিতেছে এবং ৫ টি ম্যাচে পরাজিত হয়েছে। এদিকে, দলের একটি ম্যাচ টাই হয়ে যায়। গত রবিবার ইডেনে মুখোমুখি হয়েছিল কলকাতা এবং পাঞ্জাব। ওই ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। এমতাবস্থায়, KKR-এর বর্তমান পয়েন্ট হল ৭। তাই প্লে-অফে যেতে হলে এই দলকে তাদের বাকি ম্যাচগুলিতে খুব ভালো পারফর্ম করতে হবে। যদিও, সেই সমীকরণ এখন যথেষ্ট কঠিন হয়ে উঠেছে।
We kept it tight, struck at the right time! pic.twitter.com/0IOq3PuuVq
— KolkataKnightRiders (@KKRiders) April 27, 2025
KKR-এর প্লে-অফে পৌঁছনোর সমীকরণ: উল্লেখ্য যে, IPL-এ কোনও দলকে প্লে-অফে যেতে হলে সাধারণত তাদের ১৬ পয়েন্টের প্রয়োজন হয়। এমতাবস্থায়, যদি কোনও দল ১৬ পয়েন্ট স্কোর করে, তাহলে তাদের নেট রান রেটের ওপর নির্ভর করতে হবে না।
আরও পড়ুন: “রক্ত টগবগ করে ফুটছে….”, জঙ্গি হামলার কড়া জবাব দেবে ভারত, “মন কি বাত” অনুষ্ঠানে জানালেন মোদী
বর্তমান পরিস্থিতি অনুযায়ী এখন যদি KKR (Kolkata Knight Riders) তাদের বাকি সব ম্যাচ জিততে পারে, তাহলে তাদের ১৭ পয়েন্ট হবে এবং তারা সহজেই প্লে-অফে যাবে। তবে, যদি দলটি ১ টি ম্যাচ হেরে যায় এবং ৪ টি ম্যাচ জিততে পারে, তাহলে দলটি মাত্র ১৫ পয়েন্টে পৌঁছতে পারবে।
আরও পড়ুন: সবসময় সাথে রেখেছেন স্বয়ং হনুমানজিকে! IPL ২০২৫-এ “বিরাট” দাপট কোহলির
এমন পরিস্থিতিতে, তাদের অন্যান্য দলের জয়-পরাজয়ের ওপর নির্ভর করতে হবে। তাই, যদি KKR (Kolkata Knight Riders)-কে ভালোভাবে প্লে-অফে যেতে হয়, সেক্ষেত্রে তাদের বাকি প্রতিটি ম্যাচ জিততে হবে। যাতে তাদের অন্য দলের জয়-পরাজয়ের ওপর নির্ভর করতে না হয়। জানিয়ে রাখি যে, এই মরশুমে, KKR-এর অন্যতম দুই প্রধান ব্যাটার আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং ব্যাট হাতে তেমন নজর কাড়তে পারেননি। এর কারণেও দলের সমস্যা অনেকটাই বেড়েছে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: