৪০৬ দিন পর KKR-এ ঝড় তুললেন রাসেল, তবুও মাত্র ১ রানে জিতল কলকাতা, টিকে থাকল প্লে-অফের আশা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫-এর ৫৪ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যেখানে এই ম্যাচটি রীতিমতো রুদ্ধশ্বাস হয়ে ওঠে। জোরদার লড়াইয়ের মাধ্যমে ম্যাচটি মাত্র ১ রানে জিতে যায় কলকাতা। জানিয়ে রাখি, দীর্ঘ ৪০৬ দিনের অপেক্ষার পর আজকের এই ম্যাচে হাফ-সেঞ্চুরি করেছেন KKR-এর তারকা প্লেয়ার আন্দ্রে রাসেল। ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি।

মাত্র ১ রানে জিতল KKR (Kolkata Knight Riders):

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই দুর্দান্ত জয় হাসিলের মাধ্যমে KKR (Kolkata Knight Riders) প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় KKR। আন্দ্রে রাসেলের ঝোড়ো ইনিংসের সাহায্যে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করে কলকাতা। জবাবে, রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ দুর্দান্ত ব্যাটিং করলেও ওই দল ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ২০৫ রান করতে সক্ষম হয়।

রান তাড়া করতে নেমে রাজস্থানের শুরুটা ভালো হয়নি। ৭১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে RR। এরপর, শিমরন হেটমায়ারের সাথে রিয়ান পরাগ ষষ্ঠ উইকেটে ৯২ রানের জুটি গড়ে দলকে অনেকটা এগিয়ে নিয়ে যান। মঈন আলীর ওভারে রিয়ান টানা ৫ টি ছক্কা মারেন। ২৯ রানে হেটমায়ারকে আউট করে এই জুটি ভেঙে দেন হর্ষিত রানা। তার কিছুক্ষণ পরেই, হর্ষিত রিয়ানকেও আউট করেন। যার ফলে ৯৫ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় রিয়ান পরাগকে।

আরও পড়ুন: সবদিক থেকে বিপদ বাড়ছে পাকিস্তানের! এবার এই নদীর জল বন্ধ করে দিল ভারত

এদিকে, শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের ২২ রানের প্রয়োজন ছিল। তখন শুভম দুবে এবং জোফ্রা আর্চার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ক্রিজে উপস্থিত ছিলেন। অত্যন্ত নাটকীয় ওই ওভারে বৈভব আরোরার হাতে বল তুলে দেন KKR (Kolkata Knight Riders)-এর অধিনায়ক অজিঙ্কা রাহানে। প্রথম বলে ২ টি রান এবং দ্বিতীয় বলে ১ টি রান নেন আর্চার।

আরও পড়ুন: IPL-এ খেলতে পাকিস্তান থেকে আসছেন ক্রিকেটার! যোগ দেবেন এই দলে

স্ট্রাইকে আসা শুভম তৃতীয় বলে ছক্কা এবং চতুর্থ বলে ৪ মারেন। এরপর পঞ্চম বলে তিনি ছক্কা মারেন। এখন রাজস্থানের শেষ বলে ৩ রান দরকার ছিল। বৈভবের বলে শুভম একটি রান নিয়ে দ্বিতীয় রান নিতে দৌড়ে যান। কিন্তু রিঙ্কু সিংয়ের থ্রোতে রান আউট হন। এইভাবে KKR (Kolkata Knight Riders) একটি রোমাঞ্চকর জয় অর্জন করে। KKR-এর হয়ে মঈন, হর্ষিত এবং বরুণ চক্রবর্তী ২ টি করে উইকেট নেন। পাশাপাশি বৈভব অরোরা একটি উইকেট পেয়েছেন।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X