প্রথম ম্যাচেই বিপত্তি, বৃষ্টির কারণেই পণ্ড হবে KKR বনাম RCB ম্যাচ? চিন্তা বাড়ছে অনুরাগীদের

বাংলা হান্ট ডেস্ক: শনিবার অর্থাৎ ২২ মার্চ শুরু হতে চলেছে চলতি বছরের IPL। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রমও সামনে এসেছে। শুধু তাই নয়, একাধিক শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে দিশা পাটানির মতো তারকা শিল্পীরাও পারফর্ম করবেন ওই অনুষ্ঠানে।

বৃষ্টিতে বিঘ্নিত হবে KKR (Kolkata Knight Riders)-RCB ম্যাচ?

তবে, IPL-এর প্রথম ম্যাচকে ঘিরে একটি বড় চিন্তার মধ্যে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা। মূলত, বৃষ্টির কারণে এই ম্যাচ প্রভাবিত হবে কিনা সেই নিয়েই চিন্তা বাড়ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বৃহস্পতিবার IMD আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাসের বিষয়টি জানিয়েছে।

Kolkata Knight Riders RCB Match rain update.

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, শনিবার জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি, আগামী রবিবারের জন্য জারি করা হয়েছে হলুদ সর্তকতা। এদিকে, Accuweather-এর মতে, শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ৭৪ শতাংশ এদিকে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা 90% পর্যন্ত হবে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! উচ্চ রিটার্নের ফাঁদে পড়ে সর্বস্ব পারেন হারাতে, এই কোম্পানিতে বিনিয়োগ করলেই খেল খতম

তাই, IPL-এর ১৮ তম মরশুমের প্রথম দিনে ইডেন গার্ডেন্সে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, KKR (Kolkata Knight Riders) এবং RCB আদৌ পুরো ম্যাচ খেলতে পারে কিনা তা নিয়েও সন্দেহের মধ্যে রয়েছেন অনুরাগীরা। এদিকে, জানিয়ে রাখি যে, ইডেন গার্ডেন্সে সম্পন্ন হতে চলা একটি ম্যাচ এটি মধ্যে রিশিডিউল করা হয়েছে।

আরও পড়ুন: বড় চমক BCCI-র! চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই মালামাল হল টিম ইন্ডিয়া

জানা গিয়েছে যে, আগামী ৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হোম ম্যাচটি গুয়াহাটিতে স্থানান্তরিত হতে চলেছে। কারণ সেদিন শহরে “রাম নবমী” উদযাপনের কারণে IPL ম্যাচের জন্য উপযুক্ত নিরাপত্তা দেওয়ার বিষয়ে চ্যালেঞ্জের কথা জানানো হয় পুলিশের তরফে। বিষয়টির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (CAB) সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি পিটিআইকে জানিয়েছেন, “আমরা BCCI-কে ম্যাচটি রিশিডিউল করার জন্য জানিয়েছি। তবে, কলকাতায় পরে ম্যাচটি রিশিডিউল করার সুযোগ নেই এবং এখন আমি শুনছি যে ম্যাচটি গুয়াহাটিতে স্থানান্তরিত হচ্ছে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর