বরখাস্ত করেছিল BCCI! IPL-এর মাঝেই KKR-এ এন্ট্রি নিলেন গম্ভীর ঘনিষ্ঠ কোচ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর, প্রখ্যাত কোচ অভিষেক নায়ার এবার নতুন চাকরি পেয়েছেন। সম্প্রতি টিম ইন্ডিয়ার সহকারী কোচের পদ থেকে সরিয়ে দেওয়া অভিষেক নায়ারকে। এমতাবস্থায়, তিনি এবার IPL-এ ফিরেছেন। মূলত, নায়ার তাঁর আগের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ফিরে এসেছেন। ১৯ এপ্রিল অর্থাৎ শনিবার নাইট শিবির এই তথ্য সামনে এনেছে। উল্লেখ্য যে, সম্প্রতি টিম ইন্ডিয়ার খারাপ পারফরম্যান্সের পর BCCI নায়ারকে দল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

KKR (Kolkata Knight Riders)-এ ফের যুক্ত হলেন অভিষেক নায়ার:

অভিষেক আবার কলকাতায় ফিরে এলেন: মুম্বাইয়ের প্রাক্তন অলরাউন্ডার অভিষেক নায়ার গত মরশুম পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অংশ ছিলেন। তিনি বেশ কয়েকটি মরশুম ধরে এই ফ্র্যাঞ্চাইজিতে সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন। এখন এক বছরেরও কম সময়ের মধ্যে, নায়ার আবার KKR-এ ফিরে এলেন। এদিকে, নায়ারের প্রত্যাবর্তন এমন এক সময়ে এসেছে যখন কলকাতা এই মরশুমে টুর্নামেন্ট রীতিমতো লড়াই করছে এবং এখনও পর্যন্ত ৭ টি ম্যাচের মধ্যে মাত্র ৩ টিতে জিতেছে। এমতাবস্থায়, নায়ারের প্রত্যাবর্তন দলের খেলোয়াড়দের সাহায্য করবে বলেই অনুমান করা হচ্ছে।

BCCI তাঁকে দল থেকে বাদ দিয়েছিল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৪ সালে IPL-এ চ্যাম্পিয়ন হওয়া কলকাতার কোচিং স্টাফের অংশ ছিলেন নায়ার। তারপর এই দলের মেন্টর গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার হেড কোচ করা হয়। গম্ভীরের পাশাপাশি, নায়ারকেও সহকারী কোচ হিসেবে টিম ইন্ডিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।

আরও পড়ুন: মুনাফা বেড়েছে ৬১ শতাংশ! শেয়ার বাজারে ঝড় তুলতে প্রস্তুত আম্বানির মালিকানাধীন এই সংস্থা

কিন্তু ১০ মাসেরও কম সময়ের মধ্যে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। গত জানুয়ারিতে BCCI-এর পর্যালোচনা সভা তথা রিভিউ মিটিংয়ের পর নায়ারের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছর অস্ট্রেলিয়া সফরের সময়ে টেস্ট সিরিজে শোচনীয় পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সেই সময়, দলের অনেক অভ্যন্তরীণ খবরও মিডিয়ায় প্রকাশিত হয়েছিল। যা প্রচুর হইচই সৃষ্টি করে। এর পাশাপাশি কোচিং স্টাফের একজন গুরুত্বপূর্ণ সদস্যও নায়ারের ওপর ক্ষুব্ধ বলে জানা গেছে।

আরও পড়ুন: IPL-এর মাঝেই বিরাট সিদ্ধান্ত BCCI-র! এই ফ্র্যাঞ্চাইজির মালিককে করা হল ব্যান

রিভিউ মিটিংয়ে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তারপরে কয়েক দিন আগেই নায়ারকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়ার খবর আসে। তবে, BCCI বা নায়ার কেউই এখনও পর্যন্ত এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেননি।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X