সর্বনাশ! ঘরের মাঠে আসল সুবিধা থেকেই বঞ্চিত KKR, বাড়ছে ক্ষোভ, মাথায় হাত অনুরাগীদের

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চলতি বছরের IPL-এর মহাযুদ্ধ। কিন্তু, এবারের IPL-এ কার্যত ঘরের মাঠেই বিরাট সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রসঙ্গত উল্লেখ্য যে, IPL ২০২৫-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল KKR এবং RCB। ওই ম্যাচে স্পিন সহায়ক উইকেট ছিল না বলে দাবি করা হয়। শুধু তাই নয়, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে যথেষ্ট ক্ষোভের মুখে পড়তে হয় ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কেও।

ঘরের মাঠে আসল সুবিধা থেকেই বঞ্চিত KKR (Kolkata Knight Riders):

এদিকে, প্রাক্তন প্লেয়াররাও পিচের অবস্থা প্রত্যক্ষ করে মুখ খুলেছিলেন। তবে, এবার ইডেনের পিচে আদৌ কোনও বদল হবে না বলে জানিয়ে দিলেন সুজন। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেলেও নিজেদের পছন্দ অনুযায়ী পিচ পাওয়া থেকে বঞ্চিত থাকতে হবে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)।

Kolkata Knight Riders recent IPL update.

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম ম্যাচে RCB-র বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল নাইট শিবিরকে (Kolkata Knight Riders)। কলকাতার কাছে দুই অভিজ্ঞ স্পিনার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী থাকা সত্বেও তাঁরা তেমন প্রভাব ফেলতে পারেননি। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই, পিচের দিকেই আঙুল তুলেছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েও মিলল না রেহাই? টিম ইন্ডিয়া থেকে কাদের সরাতে চলেছে BCCI?

ইতিমধ্যেই জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। যেখানে তিনি বলেন, “নাইট অধিনায়ক (Kolkata Knight Riders) এমন পিচ চান, যেখানে স্পিনাররা সুবিধা পেতে পারেন। এই বিষয়টি পিচ কিউরেটরের বোঝা উচিত।”

আরও পড়ুন: আর নয় অপেক্ষা! চলতি বছরেই ভারতে আসছেন মেসি, কোথায় খেলবেন ম্যাচ? মিলল আপডেট

তাঁর মতে, “আমি যদি KKR (Kolkata Knight Riders) দলের সঙ্গে থাকতাম, এক্ষেত্রে আমিও অখুশি হতাম। কারণ, এই টুর্নামেন্টে ঘরের মাঠের সুবিধা প্রত্যেক দলেরই পাওয়া উচিত। কারণ, ঘরের মাঠের তুলনায় অ্যাওয়ে ম্যাচের জয় হাসিল করা অপেক্ষাকৃত কঠিন হয়ে পড়ে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর