শিবির ছেড়ে চলে যাওয়া লিটনকে ভাগিয়ে দিলো KKR! দলে এলেন এই ক্যারিবিয়ান তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যেমনটা আশঙ্কা করা হয়েছিল ঠিক তেমনটাই হল। বাংলাদেশের (Bangladesh) তারকা ক্রিকেটের লিটন দাসকে (Liton Das) ছেঁটে ফেললো কলকাতা নাইট রাইডার্স (KKR)। মরশুমের শুরু থেকে দলের সাথে যোগ দিতে পারেননি তিনি। ব্যস্ত ছিলেন দেশের হয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে। এরপর কেকেআর জার্সিতে কেবলমাত্র একটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন লিটন।

কিন্তু কেকেআরের জার্সিতে সেই ম্যাচে তার পারফরম্যান্স অত্যন্ত হতাশা জনক ছিল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে তিনি ৪ বলে মাত্র ৪ রান করে আউট হন। এরপর উইকেট রক্ষণের কাজেও বেশ কয়েকটি বড় ভুল করেন তিনি। এরপর নাইট রাইডার্স তাকে বসিয়ে দিয়ে ফের আফগান উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজকে একাদশে ফেরত আনেন।

liton kkr bng

লিটন এরপর পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে বাংলাদেশ ফিরে যান। এরপর তিনি ইংল্যান্ডের মাটিতেও উড়ে যান। এরমধ্যে নাইট রাইডার্স তার সঙ্গে হওয়া চুক্তি ছিন্ন করে এবং তার জায়গায় আগ্রাসী ক্যারিবিয়ান উইকেটরক্ষক জনসন চার্লসকে সই করায়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি।

একসময় ক্রিস গেইলের সঙ্গে জুটি বেঁধে ওপেন করা এই তারকা দেশের জার্সিতে খেলেছেন ৪১ টি-টোয়েন্টি ম্যাচ। ওই ৪১ ম্যাচে তিনি ৯৭১ রান করেছেন। এছাড়া গোটা বিশ্বজুড়ে একাধিক টি-টোয়েন্টি লেগে খেলেছেন তিনি। তার মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগও সামিল রয়েছে।

৩৪ বছর বয়সী ক্যারিবিয়ান তারকাকে কেকেআর ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে। ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলি মিলিয়ে তিনি মোট ২২৪ টি ম্যাচ খেলেছেন। তার নামের পাশে রয়েছে ৫৬০০ রান। যদিও কলকাতা নাইট রাইডার্স একাদশে তার সুযোগ পাওয়া সম্ভাবনা কম।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর