IPL-এর আগে বড় ঝটকা! গুরুতর চোটের সম্মুখীন KKR-এর তারকা প্লেয়ার, বাদ পড়লেন সিরিজ থেকে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত ১০ ডিসেম্বর থেকে ডারবানে খেলা T20 ম্যাচের মাধ্যমে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হয়েছে। প্রথম ম্যাচে প্রোটিয়া দলের কাছে ১১ রানে হারতে হয়েছে পাকিস্তানকে। এখন সিরিজের দ্বিতীয় ম্যাচটি সেঞ্চুরিয়নে সম্পন্ন হবে। যেটি হবে আগামী ১৩ ডিসেম্বর। এদিকে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা দলের জন্য বড়সড় দুঃসংবাদ সামনে এসেছে। মূলত, চোটের কারণে বাকি দুই T20 ম্যাচ ও তিন ম্যাচের ODI সিরিজে দলে থাকবেন না তারকা ফাস্ট বোলার অ্যানরিচ নর্টজে। জানিয়ে রাখি যে, গত মাসে IPL-এর নিলামে অ্যানরিচ নর্টজেকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

গুরুতর চোটের সম্মুখীন KKR (Kolkata Knight Riders)-এর তারকা প্লেয়ার:

অ্যানরিচ নর্টজে গুরুতর চোটের শিকার হন: জানিয়ে রাখি যে, নর্টজে প্রথম T20-তে দক্ষিণ আফ্রিকার প্লেয়িং ইলেভেনের অংশ ছিলেন না। অনুশীলনের সময়ে বাঁ পায়ের আঙুলে চোট পান তিনি। বুধবার একটি স্ক্যানে ফ্র্যাকচারটি ধরা পড়ে। এমতাবস্থায়, তাঁর সুস্থ হতে কত দিন লাগবে তা অর্থোপেডিক সার্জনের পরামর্শের পরই জানা যাবে। এদিকে, T20 সিরিজের বাকি দুই ম্যাচে নর্টজের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে দায়ান গেলিমকে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই এই তথ্যটি সোশ্যাল মিডিয়ায় উপস্থাপিত করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ৩১ বছর বয়সী নর্টজেকে সর্বশেষ আবুধাবি T10 ​​লিগে খেলতে দেখা গেছে। ফাইনালে স্যাম্প আর্মিকে হারিয়ে তৃতীয়বারের মতো ট্রফি জিতেছে ডেকান গ্ল্যাডিয়েটরস। এদিকে, IPL-এর আসন্ন মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলতেও দেখা যাবে নর্টজেকে।

আরও পড়ুন: ১৮ বছর বয়সেই ইতিহাস গড়লেন গুকেশ! চিনা প্রতিপক্ষকে হারিয়ে হলেন সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে প্রোটিয়ারা প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান পুরো ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তুলতে সক্ষম হয়। এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ATM থেকে টাকা তোলার নিয়মে ফের বড় পরিবর্তন, প্রভাবিত হবেন গ্রাহকেরা?

এদিকে, এই সিরিজের দু’টি ম্যাচ সম্পন্ন হবে যথাক্রমে ১৩ ও ১৪ ডিসেম্বর। পাশাপাশি, তিন ম্যাচের ODI সিরিজের প্রথম ম্যাচটি আগামী ১৭ ডিসেম্বর সম্পন্ন হবে। এরপর বাকি দু’টি ম্যাচ খেলা হবে আগামী ১৯ ও ২২ ডিসেম্বরে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X