বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের IPL-এর আগে মেগা নিলামের মাধ্যমে নতুন করে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এমতাবস্থায়, আগামী বছরে তারা ঠিক কি চমক দেখাতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা। এদিকে, এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) তার নতুন দল নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই KKR তাদের টিমে একাধিক তারকা খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের KKR-এর এমন ৩ খেলোয়াড়ের প্রসঙ্গ উপস্থাপিত করব যাঁরা এই দলের জয়ের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
এই ৩ খেলোয়াড় ভরসা জোগাবে KKR (Kolkata Knight Riders)-কে:
১. রিঙ্কু সিং: প্রথমেই আমরা জানাবো রিঙ্কু সিংয়ের প্রসঙ্গে। যিনি ফের KKR (Kolkata Knight Riders)-এর হয়ে ম্যাচ উইনারের ভূমিকা নিতে প্রস্তুত। ২০২৩-এর IPL-এ, শেষ ওভারে পরপর ৫ টি ছক্কা মেরে তিনি দলকে জিতিয়েছিলেন। তারপরেই সমগ্র ক্রিকেট বিশ্বে তিনি আলোড়ন ফেলে দেন। গত মরশুমেও KKR-এর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে যথেষ্ট ভূমিকা ছিল রিঙ্কুর। আর এই কারণেই কলকাতা তাঁকে ১৩ কোটি টাকায় ধরে রেখেছে। এখনও পর্যন্ত খেলা ৪৫ টি IPL ম্যাচে, রিঙ্কু ১৪৩.৩৪ স্ট্রাইক রেটে ৮৯৩ রান করেছেন। এমতাবস্থায়, তাঁর বিস্ফোরক ব্যাটিং আগামী মরশুমেও সাহায্য করবে KKR-কে।
২. ভেঙ্কটেশ আইয়ার: এবারের মেগা নিলামের আগে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়েছিল KKR (Kolkata Knight Riders)। কিন্তু, নিলামের মঞ্চে সবাইকে চমকে দিয়ে ২৩.৭৫ কোটি টাকা খরচ করে ফের ভেঙ্কটেশ আইয়ারকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কটেশ নিঃসন্দেহে একজন ম্যাচ উইনার। এখনও পর্যন্ত খেলা ৫১ টি IPL ম্যাচে তিনি ১,৩২৬ রান করেছেন। যার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ রান রয়েছে (১০৪)। এদিকে, ব্যাটিং ছাড়াও ভেঙ্কটেশ বোলিংয়েও দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
আরও পড়ুন: নতুন বছরেই চরম পদক্ষেপের পথে BSNL! মাথায় হাত কর্মচারীদের
৩. হর্ষিত রানা: নিলামের আগে KKR (Kolkata Knight Riders) ৪ কোটি টাকায় হর্ষিত রানাকে ধরে রেখেছে। গত ৩ মরশুম ধরে দলে থাকা হর্ষিত ২০২৪ সালের IPL-এ দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেন। এখনও পর্যন্ত খেলা ২১ টি IPL ম্যাচে তিনি ২৩.২ গড়ে ২৫ টি উইকেট নিয়েছেন। যেখানে তাঁর ইকোনমি হল ৯। হর্ষিতের ক্ষুরধার বোলিং তাঁকে KKR-এর জন্য একটি শক্তিশালী অস্ত্র করে তুলেছে। আর সেই কারণেই আগামী মরশুমে তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছেন সকলে।
আরও পড়ুন: বাঘের আতঙ্কের মধ্যেই এবার “এন্ট্রি” লেপার্ডের! ঘুম উড়ল বন দফতরের, ভয়ে সিঁটিয়ে গ্রামবাসীরা
IPL-এ KKR-এর স্কোয়াড: রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, রেহমানুল্লাহ গুরবাজ, এনরিক নর্টজে, অঙ্গকৃশ রঘুবংশী, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কণ্ডেয়, রোম্যান পাওয়েল, মণীশ পান্ডে, স্পেন্সার জনসন, লাভনিথ সিসোদিয়া, অজিঙ্কা রাহানে, অনুকূল রায়, মঈন আলী এবং ওমরান মালিক।