বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই পেশ হয়েছে রাজ্য বাজেট। তারপরে এবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কলকাতা (Kolkata) পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। জানা যাচ্ছে, আনুমানিক ১১৪.৭২ কোটি টাকার কলকাতা পুরসভার ঘাটতি বাজেট পেশ করেছেন মেয়র। গত বছরের তুলনায় এ বছর ঘাটতি বাজেট বেড়েছে ২ কোটি ৭২ লক্ষ টাকা। গত বছর ঘাটতি বাজেট ছিল ১১২ কোটি টাকা। যা এবছর বেড়ে হয়েছে ১১৪ কোটি টাকা।
কলকাতা (Kolkata) পুরসভার বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম
নতুন অর্থবর্ষে কার পার্কিং খাতে আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২১ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে কার পার্কিং খাতে কলকাতা (Kolkata) পুরসভার আয়-হয়েছিল ১৩.৪৬ কোটি টাকা। এবছর লাইসেন্স খাতে এই আয়ের লক্ষ্যমাত্রা ৮০ কোটি টাকা করা হয়েছে। জানা যাচ্ছে, ২০২৫-২৬ অর্থবর্ষে কলকাতা পুরসভার আয়ের টার্গেট বেঁধে দিয়ে করা হয়েছে ৫,৫২৪.৮৪ কোটি টাকা। একইভাবে পুরসভার খরচের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫,৬৩৯.৫৬ কোটি টাকা।
কলকাতা (Kolkata) পুরসভার আয়ের বহর বেড়েছে সম্পত্তি করের খাতেও। ২০২৪-২৫ অর্থবর্ষে ৮ ডিসেম্বর পর্যন্ত কলকাতা পুরসভা মোট কর আদায় করেছে ৯৪৪ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষে সারা বছর সম্পত্তি কর বাবদ কলকাতা পুরসভার আয় হয়েছিল মোট ১ হাজার ২১০ কোটি টাকা। আর এবছর অর্থাৎ ২০২৫-২৬ অর্থবর্ষে সম্পত্তি কর বাবদ আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১,৫৮১.৩৩ কোটি টাকা।
বৃহস্পতিবার কলকাতা পুরসভার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে কাউন্সিলরদের ফান্ড-ও বেড়েছে। অর্থাৎ এলাকা বা ওয়ার্ড উন্নয়নের জন্য কাউন্সিলরদের হাতে এবার আসবে আরও বেশি টাকা। কাউন্সিলরদের হাতে এখন ২০ লক্ষ টাকা থাকবে। যা আগে ছিল ১৫ লক্ষ। এছাড়াও ইন্ট্রিগেটেড বোরো ফান্ড ২৫ লক্ষ থেকে, ৩০ লক্ষ করা হয়েছে।
আরও পড়ুন: প্রকল্পের টাকা নিয়ে বিরাট নির্দেশ! বড় পদক্ষেপ নিল নবান্ন
নতুন বাজেটে ২ থেকে ৩ কাঠা জায়গায় বাড়ি তৈরির ক্ষেত্রে দেওয়া হচ্ছে বিরাট ছাড়। অনুমোদন ফি এক ধাক্কায় কমানো হল ৫০ শতাংশ। একইসাথে বরাদ্দ বাড়ল সমাজকল্যাণ ও শহুরে নগর দারিদ্র দূরীকরণ বিভাগে। জানা যাচ্ছে , এক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে মোট ২৯ কোটি ৫২ লক্ষ টাকা। প্রসঙ্গত ২০২৪-২৫ অর্থবর্ষে এই খাতে বরাদ্দ করা হয়েছিল মোট ১ কোটি ৩১ লক্ষ ২০ হাজার টাকা।
২০২৫-২৬ অর্থবর্ষে স্বাস্থ্য খাতে ১৮০.০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তা গতবারের তুলনায় অনেকটাই কম। ২০২৪-২৫ অর্থবর্ষে স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হয়েছিল মোট ১৮৬. ৫৫ কোটি টাকা। বৃহস্পতিবার মেয়র বাজেট পেশ করতেই ২০২৫-২৬ অর্থবর্ষের এই বাজেটকে ‘দিশাহীন ও জনবিরোধী বাজেট’ বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।