রামনবমীর পোস্টারে ঢাকল ডেঙ্গি প্রতিরোধ ব্যানার! রাজ্য রাজনীতিতে নয়া বিতর্ক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ৬ এপ্রিল রামনবমী (Ram Navami)। এই নিয়ে সরগরম রাজনৈতিক মহল। এবারের রামনবমীতে ১ কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সঙ্গেই অস্ত্র হাতে মিছিলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই আবহে দেখা দিল পোস্টার বিতর্ক। রামনবমীর পোস্টারে ঢাকল কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ডেঙ্গি প্রতিরোধ ব্যানার!

কলকাতার একাধিক প্রান্তে পড়েছে রামনবমীর (Ram Navami) পোস্টার!

সম্প্রতি উত্তর কলকাতার একাধিক জায়গায় রামনবমীর পোস্টার পড়তে দেখা গিয়েছে। সেখানে শ্রীরামের ছবির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুর ছবি রয়েছে। পোস্টারে লেখা, ‘রামনবমী পালন করুন’। নীচে লেখা, ‘শুভেন্দু অধিকারী, সভাপতি, শ্রী শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দির, মেছেদা, পূর্ব মেদিনীপুর’।

ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, ‘এখন দেখছি, ওরা একটা নতুন ইস্যু তৈরি করছে। সাম্প্রদায়িকতার ইস্যু। কিন্তু এটাতে এখন খুব বেশি লাভ হবে না। এভাবে ভোট পাওয়া যায় না’।

আরও পড়ুনঃ ইটবৃষ্টি থেকে বাঁশ দিয়ে মার! ঈদের দিন তুলকালাম! অনুব্রত-কাজল গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত বীরভূম

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ দিলীপ ঘোষও (Dilip Ghosh) বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, ‘এটি কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। যদি আমি কারোর বিয়েতে যাই, তাহলে সেটা রাজনৈতিক অনুষ্ঠান হতে পারে না। আমায় যদি রামনবমীর মিছিলে হাঁটতে ডাকে, তাহলে অবশ্যই হাঁটব। একজন হিন্দু হিসেবে অবশ্যই হাঁটব। আমরা যে জয় শ্রী রাম বলি, এটা কোনও ধার্মিক স্লোগান নয়। ওরা ভুল করে’।

Ram Navami poster

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ধর্মের ভিত্তিতে রাজনীতির অভিযোগে সরগরম বাংলা। এবার যেমন রামনবমীর (Ram Navami) পোস্টার নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা। নতুন ইস্যু তৈরি করা হচ্ছে বলে তোপ দেগেছেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপও।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X