শিক্ষকরা চেখে দেখার পরই পড়ুয়াদের দেওয়া হবে খাবার! মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত ফিরহাদ হাকিমের

বাংলাহান্ট ডেস্ক : আগে চেখে দেখবেন শিক্ষকরা। তারপর সেই খাবার সম্পর্কে দরাজ হাতে সার্টিফিকেট দিলে তবেই খাবার উঠবে পড়ুয়াদের মুখে। মিড ডে মিলের খাবার নিয়ে যে কোন ধরনের সমস্যা এড়াতে এবার এমনই নতুন ব্যবস্থা করা হল। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম খুব তাড়াতাড়িই শিক্ষা দফতরে এমন প্রস্তাব পাঠাবেন বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, মেয়রের সঙ্গে সরাসরি পুর পরিষেবার বিষয়ে কথা বলার পাশাপাশি ইতিমধ্যেই চালু হয়ে গেছে স্কুলের পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে সরাসরি ফোন ‘টক টু মেয়র’। সূত্রের খবর, মিড ডে মিলের খাবারের গুণগতমান নিয়ে প্রশ্ন তুলে টক-টু-কেএমসি অনুষ্ঠানে ফোন করেন ৬১ নম্বর ওয়ার্ডের এলিয়ট রোড এক নাগরিক। মহিলা মেয়রকে বলেন, “যদি স্কুল পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ার আগে টেস্ট করানো যায়, তাহলে খুব ভালো হয়। বাবা মায়েরা চিন্তা মুক্ত হতে পারেন।” মিড ডে মিলে যে ধরনের খাবার পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় সেই খাবার আদৌ স্বাস্থ্যের পক্ষে সঠিক কী না তা বোঝার জন্য খাবারের মান পরীক্ষা করানোর বিষয়টিও উল্লেখ করেন ওই নাগরিক।

অভিযোগ পেয়েই মেয়র ফিরহাদ হাকিম সাফ জানিয়ে দেন, শিক্ষকেরাই প্রথমে পড়ুয়াদের খাবার একটু খেয়ে দেখবেন। এর পাশাপাশি মেয়র পারিষদ শিক্ষা সন্দীপন সাহাকে ফিরহাদ আরোও বলেন, শিক্ষক শিক্ষিকারা খেয়ে দেখার পর যদি তিনি সন্তুষ্ট হন, তবেই তারা যেন খাতায় সই করে জানিয়ে দেন যে, মিড ডে মিলের খাওয়ার খেয়ে তারা স্যাটিসফায়েড।

এই প্রসঙ্গে বলা যায়, অতীতেও বহুবার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে প্রশ্ন ওঠেছে। শুধু তাই নয়, মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও নেহাত কম নয়। এবার ছাত্র ছাত্রীদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে মেয়রের এই নতুন উদ্যোগ ভীষণভাবে কার্যকরী হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর