সকালে মেট্রো কর্তৃপক্ষকে দুষলেও, পাওয়া গেল না কোন প্রত্যক্ষদর্শী

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন ধরেই কলকাতার মেট্রো দুর্ঘটনার শিকার সজল কাঞ্জিলালের মৃত্যু নিয়ে তোলপাড় চলছে। নাট্যকর্মী সজল কাঞ্জিলালের মৃত্যুতে সবাই মেট্রো কতৃপক্ষকে দুষলেও তার মৃত্যুতে প্রত্যক্ষদর্শী পেলোনা মেট্রো রেলওয়ে কমিশন।

আজ কমিশনে তারা যেই ট্রেনে সজল কাঞ্জিলালের মৃত্যু হয়েছিল সেই ট্রেনের চালক ও কার্ডের বয়ান রেকর্ড করেন। পাশাপাশি কোন প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করতে চাইলে কেবল মাত্র একজন যাত্রীই বয়ান দেন।

Screenshot 2019 0719 134023বাকিদের এই বিষয়ে জিজ্ঞেস করা হলে প্রত্যেকেই বিষয়টি এড়িয়ে যান।

Udayan Biswas

সম্পর্কিত খবর