বাংলাহান্ট ডেস্ক : শহর কলকাতার পরিবহন ব্যবস্থায় গত কয়েক দশকে আমূল পরিবর্তন এসেছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) হাত ধরে। শহর ছাড়িয়ে শহরতলিতেও পৌঁছে গিয়েছে মেট্রো নেটওয়ার্ক। এমনকি কলকাতা মেট্রোর (Kolkata Metro) একাধিক করিডোরে কাজও চলছে পুরোদমে। এবার কলকাতা মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ করিডোরের এয়ারপোর্ট মেট্রো নিয়ে সামনে এল বড় আপডেট।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) নয়া আপডেট
সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুদিনের মধ্যেই বিমানবন্দর থেকে কলকাতায় আসা যাত্রীদের জন্য খুলে যেতে চলেছে এয়ারপোর্ট মেট্রোর দরজা। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, কলকাতা মেট্রোর (Kolkata Metro) ইয়েলো লাইনে (নোয়াপাড়া থেকে বারাসত) প্রাথমিক পর্যায়ে পরিষেবা শুরু হবে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত রুটে।
আরও পড়ুন : ব্যাঙ্ককের মানুষদের এইভাবে ধোঁকা? ভূমিকম্পই খুলে দিল চিনের মুখোশ, বড় অ্যাকশন সরকারের
প্রথমে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত পরিষেবা শুরুর কথা থাকলেও, কমিশনার অফ রেলওয়ে সেফটিরও (সিআরএস) অনুমোদন মিলে যাওয়ায় এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যেতে পারে আগামী জুন-জুলাইয়ের মধ্যেই।
আরও পড়ুন : একধাক্কায় বাড়ছে ৬৫০০ টাকা পেনশন? পয়লা বৈশাখের আগেই সামনে বড় আপডেট
সূত্রের খবর, মেট্রোর এই অংশের পরিদর্শন করতে আগামী মাসেই কলকাতায় আসতে পারে সিআরএস। মেট্রো রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার (নির্মাণ) দেবেন্দ্র কুমার জানান, আগামী এপ্রিল মাসেই সিআরসকে আমন্ত্রণ জানানো হবে দমদম ক্যান্টনমেন্ট থেকে কলকাতা বিমানবন্দর (এয়ারপোর্ট) পর্যন্ত অংশের পরিদর্শনের জন্য।
এক মেট্রো আধিকারিকের কথায়, সিআরএসের অনুমোদন মিললে আরও চার সপ্তাহ মতো সময় লাগে বাণিজ্যিক পরিষেবা শুরুর জন্য। এয়ারপোর্ট মেট্রো ঠিক কবে থেকে চালু হবে তা নির্ভর করছে সিআরএসের পরিদর্শন এবং অনুমোদনের উপরেই। আমরা আশা করছি নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যেতে পারে জুন বা জুলাইয়ের মধ্যেই।
এয়ারপোর্ট মেট্রোয় বাণিজ্যিক পরিষেবা শুরু হলে হাওড়ার বাসিন্দারাও পাতালপথে পৌঁছে যেতে পারবেন কলকাতা বিমানবন্দর। সেক্ষেত্রে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে হাওড়া থেকে প্রথমে আসতে হবে এসপ্ল্যানেড। সেখান থেকে ব্লু লাইন ধরে এসপ্ল্যানেড থেকে নোয়াপাড়ায় যেতে হবে যাত্রীদের। তারপর ইয়েলো লাইনের মেট্রোয় চেপে পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দর।