বাংলাহান্ট ডেস্ক : হাজার ঝঞ্ঝাট দূর করে মেট্রোর (Kolkata Metro) সফল ট্রায়াল রান সম্পন্ন হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা-এসপ্ল্যানেড অংশে। শিয়ালদা-এসপ্ল্যানেড অংশে আজই ছিল প্রথম ট্রায়াল রান। শিয়ালদা থেকে একটি মেট্রো রেক (এমআর ৬০৭) মঙ্গলবার সকাল ১১ টা ২০ মিনিটে রওনা দেয় এসপ্ল্যানেডের উদ্দেশ্যে।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) ট্রায়াল রানের নয়া আপডেট
বড়বাজার এলাকা অতিক্রম করে মেট্রোটি (Kolkata Metro) এসপ্ল্যানেড স্টেশনে আসে সকাল ১১ টা ৩১ মিনিটে। মাত্র ১১ মিনিটেই ২.৬৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলে মেট্রো। আজ যেহেতু প্রথম ট্রায়াল রান ছিল, তাই অনেকটাই ধীরগতিতে চালানো হয়েছিল মেট্রো। পুরোপুরিভাবে বাণিজ্যিক পরিষেবা শুরু হলে এক পলকে শিয়ালদা থেকে মেট্রোয় চেপে যাত্রীরা পৌঁছে যেতে পারবেন এসপ্ল্যানেড।
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি, ইস্ট-ওয়েস্ট মেট্রোর দায়িত্বপ্রাপ্ত এজেন্সি কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) এবং মেট্রো রেলের উচ্চপদস্থ কর্তারা আজ শিয়ালদা মেট্রো স্টেশন উপস্থিত ছিলেন ট্রায়াল রানের সময়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ট্রায়াল রানেই মিলেছে সফলতা।
আরোও পড়ুন : কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নওশাদ সিদ্দিকী! হঠাৎ কী হল? জোর শোরগোল
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার-সহ কয়েকজন আধিকারিক ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন মেট্রোর মোটরম্যানের কেবিনেও। প্রথম থেকেই সবার চোখে-মুখে ছিল উত্তেজনা ছাপ। তবে মেট্রোর চাকা গড়াতেই সেই উত্তেজনা পরিণত হয় খুশিতে। বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে মেট্রো পরিষেবা চালু রয়েছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অংশে।
আরোও পড়ুন : স্লটহারা দুই সিরিয়াল, ‘চিরসখা’কে জায়গা দিতে কোপ পড়বে কার ঘাড়ে?
মেট্রো আধিকারিক সহ সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন মাঝের শিয়ালদা ও এসপ্ল্যানেড অংশ যুক্ত হওয়ার। তবে অবশেষে প্রথম ট্রায়াল রান আশা যোগাচ্ছে মেট্রো যাত্রীদের মনে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রথম ট্রায়াল রান সফল হওয়ায় মেট্রোর জেনারেল ম্যানেজার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
এমনকি ট্রায়াল রানের পর মেট্রো (Kolkata Metro) রেল এবং কেএমআরসিএলের শীর্ষ আধিকারিকদের সাথে একটি বৈঠকেও বসেন তিনি। মেট্রো কর্তৃপক্ষের আশা চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে শিয়ালদাহ (Sealdah) ও এসপ্ল্যানেড (Esplanade) অংশে।