১০ তারিখ থেকেই কপাল পুড়বে মেট্রোযাত্রীদের! একধাক্কায় বাড়ছে ভাড়া, কত টাকা বেশি গুণতে হবে ?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতার গণপরিবহণ ক্ষেত্রে কলকাতা মেট্রো (Kolkata Metro) জায়গা করে নিয়েছে প্রথম সারিতে। সহজে ন্যায্য মূল্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সেরা মাধ্যম  মেট্রো ব্যবস্থা। তবে এবার বছর শেষে মেট্রোর যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী ১০ ডিসেম্বর থেকে ভাড়া বাড়াতে চলেছে কলকাতা মেট্রো।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) ভাড়া বৃদ্ধি

কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে খবর, আগামী ১০ তারিখ থেকে বর্ধিত ভাড়া কার্যকর হতে চলেছে। কবি সুভাষ ও দমদম থেকে রাত ১০:৪০ মিনিটে যে বিশেষ মেট্রো ছাড়ে সেটিতেই প্রযোজ্য হবে এই বর্ধিত ভাড়া। রাত ১০:৪০ মিনিটের মেট্রোর যাত্রীদের এবার থেকে অতিরিক্ত ১০ টাকা বেশি ভাড়া গুনতে হবে বলে জানানো হয়েছে। নির্দিষ্ট ভাড়ার থেকে অতিরিক্ত ১০ টাকা দিয়ে টিকিট কিনতে হবে যাত্রীদের।

Kolkata Metro new metro route

কিন্তু একটি নির্দিষ্ট ট্রেনের জন্য কেন এভাবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ (Metro Railway)? কলকাতা মেট্রো সূত্রে খবর, রাতে ১০:৪০ মিনিটে দমদম ও কবি সুভাষ থেকে অতিরিক্ত মেট্রোটি চালানোর ফলে খরচ হচ্ছে বিপুল পরিমাণ টাকা, অথচ তার তুলনায় যাত্রীর সংখ্যা খুবই কম। লোকসানে চালাতে হচ্ছে এই বিশেষ মেট্রোটি। তাই সেই লোকসান কিছুটা সামাল দিতে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

আরোও পড়ুন : আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে অনীহা? এবার বড় সিদ্ধান্ত নিল ইউনূস সরকার, জানলে হবেন অবাক

কলকাতা মেট্রো (Kolkata Metro) ব্লু লাইনে বর্তমানে রাত ১০:৪০ মিনিটে চালাচ্ছে বিশেষ একটি মেট্রো। তবে ২৫ মে থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই মেট্রোয় যাত্রী সংখ্যা থাকে হাতে গোনা। অফিস ফিরতি কিছু যাত্রী ছাড়া বিশেষ একটা ভিড় হয়না এই মেট্রোয়। তাই দিনের পর দিন মেট্রোর বেড়ে চলেছে লোকসানের বোঝা। শেষ ২০ দিনে দেখা গেছে প্রতিদিন গড়ে ৬০০ জন করে যাত্রী হচ্ছে দুটি মেট্রোয়। যাত্রীদের থেকে টিকিট বাবদ আয় হচ্ছে হাজার ছয়েক টাকা মতো।

বিজ্ঞপ্তিতে কলকাতা মেট্রো জানিয়েছে, গড়ে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা খরচ হয় মেট্রোর এক একটি ট্রিপের জন্য। দুদিক থেকে দুটি বিশেষ মেট্রো চালাতে সেক্ষেত্রে খরচ হচ্ছে  ২ লক্ষ ৭০ হাজার টাকা। তারসাথে অতিরিক্ত খরচ প্রায় ৫০ হাজার টাকা। এই বিপুল পরিমাণ খরচের পর ঘরে আসছে ৬ হাজার টাকা মতো। তাই লোকসানের ক্ষতে কিছুটা প্রলেপ দিতে এবার ভাড়া বাড়ানোর পথে হাঁটল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X