বাংলাহান্ট ডেস্ক : পরীক্ষামূলকভাবে কিছুদিন আগে রাত এগারোটায় শেষ ট্রেন (Metro Services) চালানোর উদ্যোগ নিয়েছিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। তবে পর্যাপ্ত যাত্রী না হওয়ায় সেই সিদ্ধান্তে এবার ইতি পড়ল। রাত এগারোটার মেট্রোতে হচ্ছে না পর্যাপ্ত যাত্রী। তাই বিপুল টাকা লোকসান হচ্ছে কর্তৃপক্ষের।
পরীক্ষামূলকভাবে গত ২৪শে মে থেকে সোমবার থেকে শুক্রবার রাত ১১ টায় বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেয় কলকাতা মেট্রো। দমদম এবং কবি সুভাষ এই দুই স্টেশন থেকেই শেষ মেট্রো ছেড়েছিল রাত এগারোটায়। দেশের বহু মেট্রো লাইন রয়েছে যেখানে গভীর রাত পর্যন্ত ট্রেন চলাচল করে। কলকাতা মেট্রো সেই পথেই অগ্রসর হতে চেয়েছিল।
আরোও পড়ুন : রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়! বুধেই ED দফতরে হাজিরা দিতে পারেন ঋতুপর্ণা, আজই সব ফাঁস?
কলকাতা মেট্রো সূত্রে জানা গেছে, ২৪ শে মে রাত ১১ টার মেট্রোয় ৬০০ জন যাত্রী হয়েছিল। সেদিন ভাড়া বাবদ মাত্র ৬ হাজার টাকা আয় হয়েছিল কর্তৃপক্ষের। তবে ৩ লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়ে যায় একদিন রাত ১১ টায় মেট্রো চালাতে। যার জেরে বিপুল ক্ষতির মুখে পড়ছে কলকাতা মেট্রো। তাই আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাত ১১টার মেট্রো বন্ধ রাখার।
রাত ১১ টায় পরীক্ষামূলকভাবে একদিন চালানো হয়েছিল মেট্রো। যাত্রী চাহিদা বুঝে মেট্রো কর্তৃপক্ষ চেয়েছিল প্রতিদিন সেই পরিষেবা দিতে। তবে পর্যাপ্ত যাত্রী না হওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে মেট্রো। কবি সুভাষ ও দমদম থেকে এতদিন রাত ৯:৪০ মিনিটে শেষ মেট্রো যেমন ছাড়ত, তেমনই চলবে আগামী দিনেও।