ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন নিয়ে বড় চমক! দেখুন, মাটির কতটা নিচে মিলবে পরিষেবা

   

বাংলাহান্ট ডেস্ক : জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের বহু প্রতিক্ষিত ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ শুরু হল। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানাচ্ছে , কাজ শুরু হয়েছে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের ডায়াফ্রাম ওয়াল তৈরির। যে জায়গাটিতে স্টেশন নির্মাণ করা হবে সেটিকে ঘিরে ফেলা হয়েছে চারপাশ থেকে। এছাড়াও মেট্রো জানাচ্ছে, অন্যান্য প্রস্তুতির কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।

সূত্রের খবর, ৩২৫ মিটার ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের দৈর্ঘ্য হতে চলেছে। এই স্টেশনটি তৈরি হচ্ছে ১৪.৭ মিটার গভীরে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনের স্ল্যাব তৈরি হবে ডায়াফ্রাম ওয়াল তৈরির জন্য। আপাতত নির্মাণ করা হয়েছে ১১৫ মিটার ডায়াফ্রাম ওয়াল। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, এখনো বাকি রয়েছে ৫৯৪ মিটারের কাজ।

আরোও পড়ুন : সরে গেল “পথের কাঁটা”! ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে চরম সুখবর টিম ইন্ডিয়ার জন্য

সুরঙ্গ খনন করা হবে খিদিরপুর থেকে পার্কস্ট্রিট পর্যন্ত। এই কাজের জন্য দুটি টানেল বোরিং মেশিন নামানো হবে খিদিরপুরের লঞ্চিং শাফট থেকে। বর্তমানে লঞ্চিং শাফট নির্মাণের কাজ চলছে খিদিরপুরের সেন্ট থমাস স্কুলে। এছাড়াও মেট্রো জানাচ্ছে, ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরির সময় যে কম্পন হবে সেই দিকেও যথাযথভাবে নজর রাখা হবে।

আরোও পড়ুন : হাওড়া স্টেশন থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার! তাঁর মাথা খারাপ বলে দাবি পরিবারের

মেট্রোর পক্ষ থেকে ৪টি স্টেশন নির্মাণ ও মেট্রো চলাচলের সুড়ঙ্গপথ নির্মাণের বরাত দেওয়া হয়েছে। এই চারটি স্টেশন হল- খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট এবং এসপ্লানেড। যে সংস্থা এই বরাত পেয়েছে তারা ইতিমধ্যেই যন্ত্রাংশ এনে শুরু করে দিয়েছে কাজের প্রস্তুতি। এই কাজ করার সময় ঐতিহাসিক স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হতে পারে কিনা সেই বিষয়ে চালানো হয়েছিল সমীক্ষা।

যদিও সেই রকম কোনও আশঙ্কার আভাস পাওয়া যায়নি মাদ্রাজ আইআইটি-এর তত্ত্বাবধানে করা এই সমীক্ষায়। টপ ডাউন পদ্ধতির মাধ্যমে মাটির ১৪.৭ মিটার গভীরতায় ৩২৫ মিটার লম্বা ওই স্টেশন নির্মাণ করা হবে। তার জন্য প্রয়োজনীয় ডায়াফ্রাম ওয়াল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। জানা গেছে, এই মেট্রো স্টেশনের গেট হবে ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিপরীত দিকে।

kolkata metro purple line 0 1200

এই স্টেশনে থাকতে চলেছে দুটি গেট। ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে থাকবে একটি গেট, অপর গেটটি থাকবে এসএসকেএম হাসপাতালের দিকে। এই জায়গায় মেট্রো স্টেশন তৈরির জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। দীর্ঘ পাঁচ-ছয় বছর পর অবশেষে মিলেছে স্টেশন তৈরির অনুমতি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর