বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) দায়িত্ব ধীরে ধীরে তুলে দেওয়া হতে পারে বেসরকারি হাতে। লোকসভা নির্বাচন মিটে গেলেই ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের দায়িত্ব বেসরকারি হাতে তুলে দেওয়া হতে পারে বলে গুঞ্জন কর্মীদের একাংশের মধ্যে। এই আবহে মেট্রোর কর্মীরা দমদম স্টেশনের বাইরে দেখিয়েছেন বিক্ষোভ।
তৃণমূলপন্থী প্রগতিশীল মেট্রো শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই জল্পনার মাঝেই বুধবার পার্কস্ট্রিট মেট্রো ভবনের বাইরে করল সমাবেশ। প্রগতিশীল মেট্রো শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র বক্তব্য রাখেন এই সমাবেশে। মদন মিত্র বলেন, দ্রুত নিয়োগ করতে হবে সেফটি ক্যাটিগরির শূন্য পদে।
আরোও পড়ুন : ৫ কেজি তো অনেকদিন পেলেন! এবার রেশনে মিলবে ১০ কিলো খাদ্য সামগ্রী, অ্যাকাউন্টেও ঢুকবে টাকা
টেকনিশিয়ানদের দিয়ে করানো যাবে না মেট্রোর মোটরম্যানের কাজ। মদন মিত্র অভিযোগ তোলেন কলকাতা মেট্রো আপস করছে যাত্রীদের নিরাপত্তার সাথে। একটি রিপোর্ট বলছে, মাত্র একজন স্টেশন সুপার সামলাচ্ছেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত চারটি স্টেশনের দায়িত্ব।
আরোও পড়ুন : মাত্র ১২০ টাকায় ঘুরল ভাগ্য! লটারি জিতেই রাজমিস্ত্রি থেকে রাতারাতি কোটিপতি নিমাই
অন্যদিকে, শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত আটটি স্টেশনের দেখভাল করছেন মাত্র একজন স্টেশন সুপার। অভিযোগ উঠছে এত কম সংখ্যক কর্মী দিয়ে কাজ চালানোর ফলে প্রশ্নের মুখে পড়ছে যাত্রী নিরাপত্তা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে বুধবার কর্মী সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়। সেই স্মারকলিপিতে ১১ দফা দাবির উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, বিগত কয়েক বছরে স্মার্ট কার্ড চালু হওয়ার পর থেকে বিভিন্ন মেট্রো স্টেশনে কমেছে বুকিং কাউন্টারের সংখ্যা। সেইভাবে হচ্ছে না স্থায়ী কর্মী নিয়োগ। মেট্রোর ‘টিকেটিং জোনে’ নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে বেসরকারি সংস্থার কর্মীদের। এইসব মিলিয়ে মেট্রোর বেসরকারীকরণের শঙ্কা তৈরি হয়েছে কর্মীদের মনে।