বউবাজারের নিচ দিয়ে শিয়ালদা মেট্রো সংযোজন শুধু সময়ের অপেক্ষা! জানেন, কবে হবে?

   

বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বউবাজারের নীচ দিয়ে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রোর প্যাসেজ তৈরির কাজ। জানা গিয়েছে, মোট পাঁচটি ক্রস প্যাসেজ তৈরি হয়েছে। এখন আপাতত চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে কেএমআরসিএল এমারজেন্সি এভাকুয়েশন শ্যাফট তৈরির। এই কাজ সম্পন্ন হলেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ছুটবে মেট্রো (Kolkata Metro)।

ক্রস প্যাসেজের কাজ সম্পন্ন হলেও এখনই শিয়ালদা পর্যন্ত মেট্রো চলাচল শুরু হচ্ছে না। অন্তত এই বছর শিয়ালদা পর্যন্ত মেট্রো ছুটছে না, এমনটাই খবর মেট্রো (Metro Railway) সূত্রে। মোটামুটি পরের বছর লেগে যাবে এই রুটে মেট্রোর চাকা গড়াতে। কী এই ক্রস প্যাসেজ? আসুন জেনে নেওয়া যাক। মাটির নিচে দুটি মেট্রোর টানেলকে আড়াআড়িভাবে যোগ করাকেই বলা হয় ক্রস প্যাসেজ।

আরোও পড়ুন : খাস কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে আগুন, তুমুল চাঞ্চল্য এলাকায়

কেন বানানো হয় জানেন ক্রস প্যাসেজ? যদি কখনো মেট্রো চলাচলের সময় একটা টানেলে বিপদ ঘটে তখন এই প্যাসেজ দিয়ে যাত্রীরা অন্য লাইনে চলে যেতে পারে, তার জন্যই বানানো হয় ক্রস প্যাসেজ।এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যে ২০২২ সালে এই ক্রস প্যাসেজের কাজ শুরু হয়।  তখন কাজ করতে গিয়ে বউবাজারে বিপত্তি ঘটে গিয়েছিল।

আরোও পড়ুন : শিলিগুড়িতে এবার ছুটবে যাত্রী সাথী অ্যাপ ক্যাব! দার্জিলিংয়ের জন্যও কি বুক করা যাবে?

মেট্রোর প্রতি ক্রস প্যাসেজের মধ্যে দূরত্ব হয়ে থাকে ২৭৫ মিটার। কাজ চলার সময় বহু বাড়িতে ফাটল দেখা যায়। তাই এই ইন্টারভেন্টিলেশন শ্যাফট তৈরি ঘিরে আশঙ্কা ছিল। বউবাজারের কয়েকশো মিটারের মধ্যেই রয়েছে ওয়েলিংটন , তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনেককে সরে যেতে বলা হয়েছিল মেট্রো কর্তৃপক্ষের তরফে।

metro

 

রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের বেশ কিছু বাড়ির বাসিন্দা, দোকান এবং অফিসকে ধাপে ধাপে সরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও সরানো হয় দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেন থেকেও। কারণ সেখানেও চলে মাটির নিচে কাজ। যদিও পরবর্তীতে কোন ব্যবসায়ী বা বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। এখন শুধু সময়ের অপেক্ষা সামনের বছর কবে মেট্রোর চাকা গড়ায় এক্সপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর