বাংলাহান্ট ডেস্ক : কলকাতা ও শহরতলীর মানুষের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। যত দিন যাচ্ছে ততই নিজেদের আরো উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাতাল রেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর ট্র্যাক শহর ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে শহরতলীতে। কলকাতা মেট্রোর দৌলতে উপকৃত হচ্ছেন শহরতলীরও একটা বড় অংশের জনগণ।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) নয়া আপডেট
তবে ক্রমাগত যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় অফিস টাইমে মেট্রোর উপচে পড়া ভিড় অনেকের কাছেই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও নির্দিষ্ট টাইম টেবিল মেনে ট্রেন না চলায় ক্ষোভ সৃষ্টি হচ্ছে যাত্রীদের মধ্যে। তবে যাত্রীদের কথা ভেবে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী দিনে মেট্রো ছাড়তে চলেছে নোয়াপাড়া (Noapara) থেকে।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) একটি রিপোর্ট বলছে, প্রতিদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ২৯০ টি মেট্রো পরিষেবা দেয়। তার মধ্যে ১৫৮ টি মেট্রো যাত্রা শেষ করে দমদম স্টেশনে। বাকি ১৩২ টি মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা দিয়ে থাকে। প্রান্তিক স্টেশনে সব মেট্রো না যাওয়ায় সমস্যা হচ্ছিল যাত্রীদের।
আরোও পড়ুন : মরশুমের প্রথম তুষারপাত! পুরো সাদা সান্দাকফু! বরফে ঢাকা পাহাড়ে আনন্দে মশগুল পর্যটকেরা
এবার সেই সমস্যার সমাধান করে ফেলেছে কলকাতা মেট্রো। মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডির নির্দেশ অনুযায়ী, এবার থেকে ১৫৮টি মেট্রো (Metro Service) প্রতিদিন চলাচল করবে নোয়াপাড়া পর্যন্ত। যখন অফিস টাইমে দক্ষিণেশ্বর থেকে মেট্রো দমদমে ঢোকে তখন ভিড়ের চাপে অনেক যাত্রী ট্রেনে উঠতে পারেন না।
তাই দমদম স্টেশন (Dumdum) থেকে যে মেট্রোগুলি কবি সুভাষের (Kavi Subhash) উদ্দেশ্যে যাত্রা করে তাতেই ওঠেন অনেকে। তবে জানা যাচ্ছে এবার থেকে সেই মেট্রোর রেকগুলি আসবে নোয়াপাড়া। সেখান থেকেই যাত্রী ওঠাবে মেট্রো। কর্তৃপক্ষের আশা এই সিদ্ধান্তের ফলে অনেকটাই যাত্রী চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।