বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছুদিন হল শহর কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য শুরু হয়েছে বিশেষ অ্যাপ। ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপের মাধ্যমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা থেকে মিলেছে মুক্তি। স্মার্টফোনের একটা ক্লিকেই মেট্রো অ্যাপের মাধ্যমে সহজেই কেটে নেওয়া যাচ্ছে QR টিকিট। পাশাপাশি দীর্ঘদিন ধরে স্মার্ট কার্ড রিচার্জের অপশনও রয়েছে এই অ্যাপে।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর
এমনকি স্টেশন অনুসন্ধান বা ভাড়া সংক্রান্ত বিষয়ে জানার জন্য ‘মেট্রো রাইড কলকাতা’ (Kolkata Metro Ride) অ্যাপে লগইন করলেই যথেষ্ট। তবে এবার যাত্রীদের সুবিধার্থে আজ থেকে একাধিক নতুন সুবিধা আসতে চলেছে এই অ্যাপে। শহর কলকাতা ও হাওড়ার বাসিন্দাদের জন্য কলকাতা মেট্রো হয়ে উঠেছে অপরিহার্য পরিবহন মাধ্যম। শহর ছাড়িয়ে শহরতলী, কলকাতা মেট্রোর নেটওয়ার্ক বিস্তার লাভ করছে ধীরে ধীরে।
আরও পড়ুন : বাতিল ২৬,০০০ চাকরি! SSC মামলায় ১২% সুদ সহ ৯ বছরের বেতন ফেরাতে হবে কাদের? জানাল সুপ্রিম কোর্ট
সাধারণ অফিস দিন ছাড়াও, বিশেষ উৎসব-পার্বণেও কলকাতা মেট্রোয় (Kolkata Metro) ভিড় থাকে চোখে পড়ার মতো। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে কলকাতা মেট্রোয় আনা হচ্ছে একাধিক পরিবর্তন। সময়ের সাথে তাল মিলিয়ে দেশের অন্যান্য প্রান্তের মতোই কলকাতার যাত্রীদের জন্যও শুরু হয়েছিল ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ। ৩ এপ্রিল থেকে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করতে চলেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন : পার্থ জেলে, এবার জবাবদিহি করতে হবে মুখ্যমন্ত্রীকেও! SSC মামলায় ‘সুপ্রিম’ রায়ের পর বিস্ফোরক অমিত মালব্য
মেট্রো চলাচলে বিঘ্ন ঘটেছে কিনা, আত্মহত্যা বা অন্যান্য যান্ত্রিক কারণে মেট্রো পরিষেবা কোথাও সাময়িকভাবে বন্ধ রয়েছে কিনা, এই ধরনের হাজারও প্রশ্নের উত্তর মিলবে অ্যাপেই। একটি নির্দেশিকা জারি করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপে সিঙ্গল ট্রান্সকশনের (অনলাইন পেইমেন্ট) মাধ্যমে এবার থেকে একসাথে বুক করা যাবে ৪টি QR টিকিট।
এতদিন যাত্রীরা সিঙ্গল ট্রান্সকশনের (অনলাইন পেইমেন্ট) মাধ্যমে একটি মাত্র কিউআর টিকিট বুক করার সুযোগ পেতেন। তবে নতুন এই বৈশিষ্ট্যের ফলে এবার থেকে যাত্রীরা যদি পরিবার বা বন্ধুদের সাথেও মেট্রো সফর করেন, তাহলে একেবারেই কেটে ফেলতে পারবেন ৪টি QR টিকিট। ‘কলকাতা মেট্রো রাইড’ অ্যাপে লগইন করার ক্ষেত্রে এতদিন বেশ কিছু জটিলতা ভোগ করতেন যাত্রীরা।
মাঝে মধ্যেই লগইন করার সময় চাওয়া হত ইউজার নেম ও পাসওয়ার্ড। ব্যস্ত সময়ে তাই সমস্যায় পড়তেন যাত্রীরা। এই সমস্যা সমাধানে মেট্রো অ্যাপে যোগ হতে চলেছে চার ডিজিটের পিন লগইন ব্যবস্থা। বারবার পাসওয়ার্ড দিয়ে লগইন করার বদলে, চার ডিজিটের পিন ব্যবহার করেই লগইন করা যাবে অ্যাপে।