বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে চাকরিপ্রার্থীদের কাছে ফের সুখবর! এবার কলকাতা মেট্রো রেলে একাধিক শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, একাধিক ট্রেডে এপ্রেন্টিস নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। পাশাপাশি, নির্বাচিতরা প্রশিক্ষণ চলাকালীন বৃত্তিও পাবেন। বর্তমান প্রতিবেদনে জেনে নিন এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য।
আপাতত ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার এবং প্লাম্বার পদে নিয়োগ করা হবে। ফিটার পদে শূন্যপদের সংখ্যা ৬৪ টি। এছাড়াও, ইলেকট্রিশিয়ান পদে শূন্যপদের সংখ্যা ১৯ টি, মেশিনিস্ট পদে ৭ টি, ওয়েল্ডার পদে ৭ টি এবং প্লাম্বার পদেও ৭ টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ মোট শূন্যপদের সংখ্যা হল ১০৪। ছবির মাধ্যমে শূন্যপদের বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
এই পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১.১.২০২২ তারিখ অনুযায়ী, ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিকে ৫০% নম্বর নিয়ে পাশ করতে হবে এবং সরকার স্বীকৃত আইটিআই প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট সহ পাশ করতে হবে। মেট্রো রেলের নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন প্রার্থীরা।
পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের ১০০ টাকার পোস্টাল অর্ডার করতে হবে। যদিও, SC, ST, PH, সংখ্যালঘু সম্প্রদায় বা অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা ব্যক্তি এবং মহিলাদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবেনা। প্রার্থীদের মাধ্যমিক পাশের প্রাপ্ত নম্বর এবং ITI-এর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই নিয়োগ করা হবে।
পাশাপাশি, আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হবে অফলাইনের মাধ্যমে। আবেদনের আগে apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আবেদনপত্র পৌঁছনোর শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি, ২০২২। Dy. Chief Personnel Officer, Metro Rail Bhavan, 33/1. J.L. Nehru Road, Kolkata 700071 এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।