এ কী অবস্থা! জলে ভাসছে পার্কস্ট্রিট, এসপ্ল্যানেড স্টেশনের মাঝের ট্র্যাক, ৪ ঘন্টা চলল না মেট্রো

বাংলাহান্ট ডেস্ক : রেমালের পূর্বাভাস পাওয়ার পরে গতকাল থেকেই একাধিক মেট্রো চলে নি। কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীদেরও কপালে আজ দুর্ভোগ চলে। গতকাল রাতের বৃষ্টির ফলে জল জমেছিল পার্ক স্ট্রিট-এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে। ট্র্যাকে জল জমে থাকায় বিপর্যস্ত হয়েছিল মেট্রো চলাচল। আজ সকাল থেকে মেট্রো চলাচল করে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত।

তারপর থেকে আর চালানো হয় নি মেট্রো। অন্যদিকে, মেট্রো পরিষেবা অবশ্য স্বাভাবিক ছিল কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত। শুধুমাত্র গিরিশ পার্ক ও মহানায়ক উত্তম কুমারের মাঝের স্টেশনগুলিতে চলছিল না মেট্রো। সূত্রের খবর, সকাল ৭টা ৫১ মিনিট থেকে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চালানো হয়েছে মেট্রো।

আরোও পড়ুন : দিঘায় সমুদ্রস্নান রুখতে কঠোর হচ্ছে প্রশাসন! জলোচ্ছ্বাসের মাঝে বিচে গেলেই মিলবে কড়া শাস্তি

মেট্রো পরিষেবা (Metro Service) বিপর্যস্ত হওয়ায় সপ্তাহের প্রথম কর্মদিবসে বেজায় সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ অবশ্য প্রথম থেকেই জানিয়েছিলেন, ট্র্যাকে জমে থাকা জল দ্রুততার সাথে বের করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। শেষমেশ ৪ ঘণ্টা ১৪ মিনিট পর স্বাভাবিক হল পরিষেবা।

আরোও পড়ুন : ‘রেমাল’ বিপত্তির মাঝেও চলবে বন্দে ভারত, শতাব্দী, ব্ল্যাক ডায়মন্ড! যাত্রীদের জন্য আপডেট রেলের

যুদ্ধকালীন পরিস্থিতিতে জমা জল বার করার কাজ শুরু করেছিলেন মেট্রোরেল (Metro Railway ) কর্তৃপক্ষ। উচ্চপদস্থ আধিকারিকেরাও ঘটনাস্থলে পৌঁছন। মেট্রোকর্মীরা ধীরে ধীরে ট্র্যাক এবং পার্ক স্ট্রিট স্টেশন থেকে পাম্প বসিয়ে জল বার করেন । শুধু তা-ই নয়, যেখান থেকে জল ঢুকছিল, সেই জায়গাটিও ঠিক করা হয়। তার পরই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

1716791828 7

সূত্রের খবর, বেলা ১২টা ০৫ মিনিট নাগাদ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়। আপ, ডাউন— দু’দিকেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। তবে পরিষেবা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। যাত্রীরা যাতে মেট্রো স্টেশনে প্রবেশ করতে না পারেন, সেই কারণে প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নেওয়ার পরেই স্টেশনের দরজা খোলা হয় সাধারণের জন্য।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর