পুজোর আগেই বড় খবর! এবার এই রুটে গড়াবে মেট্রোর চাকা, খুশীতে ডগমগ তিলোত্তমাবাসী

বাংলাহান্ট ডেস্ক : দুয়ারে শারদোৎসব। আর কয়েকটা দিন পরেই বাঙালি মেতে উঠবে তাদের বড় উৎসব দুর্গাপুজোয়। এই সময় পথে ঘাটে বেশি ভিড়ভাট্টা লক্ষ্য করা যায় সাধারণ দিনগুলির তুলনায়। এরই মধ্যে কলকাতা বাসিকে সুখবর দিল মেট্রো (Kolkata Metro)। এবার মেট্রোর মানচিত্রে জুড়তে চলেছে নতুন স্টেশন। স্টেশনটির নাম বেলেঘাটা স্টেশন (Beleghata Station)।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) নয়া আপডেট

পুজোর আগেই এই মেট্রো স্টেশনে পা পড়তে চলেছে যাত্রীদের। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির ইনসপেকশন হয়ে গিয়েছে। টেকনিক্যাল কিছু সমস্যা ছিল, সেগুলো কাটিয়ে উঠে আর কিছু দিন সময় লাগবে। সম্ভবত পুজোর আগেই বেলেঘাটা পর্যন্ত চালু হয়ে যাবে মেট্রো।

   

আরোও পড়ুন : বিলাসবহুল ক্রুজ তো ছিলই! এবার দিঘায় মিলবে এই ‘বিশেষ’ ব্যবস্থা, আনন্দে আত্মহারা পর্যটকরা

কলকাতা মেট্রো রেলের (Metro Railway) সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত তৈরি হয়ে থাকা বাদবাকি অংশের পরিষেবা খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তারে আশার বাণীতে খুশির জোয়ার কলকাতাবাসীর মধ্যে। যাত্রীদের দাবি অনুযায়ী গড়িয়েছে মেট্রোর চাকা। এখানে আপনাদের জানিয়ে রাখি, গতকাল সোমবার থেকে অরেঞ্জ লাইন মেট্রোয় পরিবর্ধিত পরিষেবা চালু হয়েছে।

771969 beleghata to hemanta mukhopadhyay inspection th

যাত্রীদের দাবি ছিল, সকাল ৮ টা থেকে ট্রেন চালু হোক, তেমনটাই হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পরিষেবা পেয়েছে যাত্রীরা। ২০ মিনিট অন্তর চলেছে মেট্রো। এতে ভালো সাড়াও মিলছে। বেলেঘাটা স্টেশন মেট্রোর মানচিত্রে জুড়ে গেলে আরও সুবিধা হবে মেট্রো যাত্রীদের। কলকাতা মেট্রো (Kolkata Metro) তো জানিয়েছে পুজোর আগেই এই সুবিধা পাবেন যাত্রীরা। তবে নির্দিষ্ট কোনও দিন ঘোষণা করেনি। সেই দিনটা কবে, এখন তা সময়ের অপেক্ষা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর