বাংলাহান্ট ডেস্ক : হাতে সময় কম। গন্তব্যে পৌঁছনোরও তাড়া রয়েছে। এদিকে, মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারে লম্বা লাইন। কম বেশী প্রতিদিনই এমন ভয়াবহ অবস্থার সম্মুখীন হলেও উপায় নেই। কারণ, মেট্রো ধরতে গেলে টিকিট তো কাটতেই হবে। তবে এবার কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা দুর্ভোগের এই ছবিটা বদলে যাবে বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসবে, কিভাবে পাল্টাবে পরিস্থিতি ?
জানা গিয়েছে, বাড়িতে বসেই এখন থেকে টিকিট কাটার সুযোগ মিলবে। তবে এই পরিষেবার জন্য স্মার্ট ফোন থাকা আবশ্যক। প্রথমে ডাউনলোড করতে হবে মেট্রো রাইড কলকাতা অ্যাপ। সেখানে লিখতে হবে, কোন স্টেশন থেকে কোথায় যেতে চান। এরপর অনলাইন পেমেন্টের মাধ্যমে মিলবে কিউআর কোড (QR Code)। ঢোকার সময় মেট্রোর গেটে রিডারে কিউআর কোড ছোঁয়ালেই খুলে যাবে দরজা।
ইতিমধ্যেই, শিয়ালদা (Sealdah)থেকে সেক্টর ফাইভ (Sector V) পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোতে পরীক্ষামূলকভাবে কিউআর কোড পরিষেবা শুরু হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত ব্লু লাইনেও কিউআর কোড পরিষেবা দ্রুত চালু হবে। সব মিলিয়েই বলা যায়, আরোও আধুনিক ও উন্নত পরিষেবা প্রদানকারী হয়ে উঠতে চলেছে কলকাতা মেট্রো।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৪ সালে কলকাতায় প্রথম জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় মেট্রোর দরজা। সেই সময় প্রিন্টেড টিকিটের ব্যবস্থা ছিল। এরপর ১৯৯৬ সাল থেকে ম্যাগনেটিক স্ট্রিপ দেওয়া টিকিট চালু হয়। ২০১১ সালে সরকার পরিবর্তনের পর থেকেই টোকেন ও স্মার্ট কার্ড পরিষেবার ব্যবস্থা করে মেট্রো রেল কর্তৃপক্ষ। যদিও এখন স্মার্ট কার্ড আর টোকেনেই চড়ছেন যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে,কিউ আর কোড পরিষেবার পাশাপাশি, টোকেন ও স্মার্ট কার্ড পরিষেবাও চালু থাকবে।