বাংলাহান্ট ডেস্ক : সোনায় সোহাগা চাকরি প্রার্থীদের। নতুন বছরের শুরুতেই কলকাতা মেট্রোর তরফে বড়সড় সুসংবাদ এল। সংস্থার তরফে সাংস্কৃতিক কোটায় গ্রুপ সি পদের জন্য নিয়োগ (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে তবলা এবং সিন্থেসাইজার বাদকদের কোটায় নিয়োগ (Recruitment) করা হবে। ইচ্ছুক প্রার্থীরা আজকের এই প্রতিবেদন থেকেই জেনে নিতে পারবেন কলকাতা মেট্রোয় (Kolkata Metro) নিয়োগ (Recruitment) থেকে শুরু করে বেতন সহ একাধিক বিষয়ে বিস্তারিত তথ্য।
কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগ (Recruitment)
যোগ্যতা: নূন্যতম মাধ্যমিক পাস করলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, আইটিআই বা অ্যাপ্রেন্টিস যোগ্যতা থাকলেও আবেদন করা সম্ভব। এছাড়াও, স্বীকৃত বিদ্যালয় থেকে ৫০% নম্বরের সাথে উচ্চমাধ্যমিক পাস চাকরিপ্রার্থীদেরও অ্যাপ্লিকেশন এই পদের জন্য গ্রহণ করা হবে। তবে এক্ষেত্রে অবশ্য তবলা এবং সিন্থেসাইজার উভয় পদের জন্যই ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ডিগ্রি/ডিপ্লোমা/সার্টিফিকেটের প্রয়োজন আছে।
শূন্যপদ: এখানে প্রতিটি বিভাগে একটি করে মোট ২টি শূন্য পদ রয়েছে।
বয়স সীমা: এখানে চাকরিপ্রার্থীদের নূন্যতম ১৮ বছর ধার্য করা হয়েছে। তবে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য ছাড় মিলবে বয়সের ঊর্ধ্বসীমায়
বেতন: নিযুক্ত কর্মীদের সরকারের বেতন ক্রম ৭ অনুসারে বেতন দেওয়া হবে।
আরোও পড়ুন : আদানির খুলল কপাল! হাতে পাচ্ছেন ১,৭১,৩৯,৮৫,০০,০০০ টাকার চেক, কোথায় করবেন খরচ?
নিয়োগ প্রক্রিয়া: ইচ্ছুক চাকরিপ্রার্থীদেরকে প্রথমে একটি লিখিত পরীক্ষায় বসতে হবে। যারা এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের ক্ষেত্রে নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ মিলবে (প্র্যাকটিকাল পরীক্ষা)। লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিকাল পরীক্ষার ওপর নির্ভর করেই যোগ্য প্রার্থীদেরকে বেছে নেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
আবেদন: ২০২৫ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যেই আবেদন সেরে ফেলতে হবে। আবেদন করুন www.mtp.indianrailways.gov.in এই লিঙ্কে।ইতিমধ্যেই প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার পর আবেদন পত্রটি হাতে-কলমে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, আবেদন করার পূর্বে অবশ্যই আবেদনমূল্য জমা করতে হবে। প্রতিটি চাকরিপ্রার্থীর ক্ষেত্রেই আবেদনের সময় ডিমান্ড ড্রাফটের রশিদ জমা করা আবশ্যক। আবেদন মূল্য সংরক্ষিত প্রার্থীদের জন্য ৩৫০/- টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০০/- টাকা।