মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো কমল মেট্রোর সংখ্যা, জেনে নিন নয়া সময়সূচি

বাংলা হান্ট ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে গোটা দেশের মতো নাজেহাল অবস্থা পশ্চিমবঙ্গেরও।বুধবার তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বৃঙস্পতিবার থেকে বন্ধ লোকাল ও কমবে মেট্রোর সংখ্যা। সোম থেকে শুক্র চলবে ২১৬টা মেট্রো। আজ থেকেই শুরু হল এই নিয়ম। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দৈনিক ১৬১টা মেট্রো চলাচল করে। তার পরিবর্তে আজ থেকে ওই রুটে চলবে ১৪৯টা মেট্রো। এই রুটে সাধারণ অবস্থায় চলে ২৩৮টি মেট্রো।

 সোম থেকে শুক্র  সকাল ৭টা ২০-র বদলে ১০ মিনিট দেরিতে দিনের প্রথম মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষগামী দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিটে। অন্যদিকে এই রুটের শেষ ট্রেন আবার এগিয়ে আসছে ১০ মিনিট করে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৮টা ৫৮ মিনিটের বদলে ছাড়বে ৮টা ৪৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো এবার থেকে ৯টা ১০ মিনিটের বদলে ছাড়বে ৯টায়। একই সময় কবি সুভাষ ছেড়ে শেষ মেট্রো বেরিয়ে যাবে দক্ষিণেশ্বরে।

 শনিবার  ২১৮টি মেট্রোর বদলে ২১৬টি মেট্রো চলবে। এর মধ্যে ১৪৯টি মেট্রো (আপ ও ডাউন মিলিয়ে) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে রুটে চলবে। আগে যেখানে ১৫০টি মেট্রো চলত। ট্রেন সংখ্যা কমছে। কিন্তু সপ্তাহের প্রথম পাঁচদিনের মতোই (নয়া নিয়ম মেনে) প্রথম ও শেষ ট্রেনের সময়সূচি একই থাকছে। রবিবার ১০০টি মেট্রোর বদলে ৯৮টি মেট্রো চলবে। এর মধ্যে ৯৬টি মেট্রো (আপ ও ডাউন মিলিয়ে) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে রুটে চলবে। আগে যেখানে ৯৮টি মেট্রো চলত। ছুটির দিন প্রথম মেট্রো সেই আগের মতোই সকাল ৯টায় ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শেষ মেট্রা ৮টা ৪৮ মিনিটের বদলে ছাড়বে ৮টা ৫৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে শেষ মেট্রো ৯টায় ছাড়বে ৯টা ১০ মিনিটের বদলে। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকছে। চলবে পুরনো সময় ধরেই। টোকেন চালু না করার সিদ্ধান্তই বজায় রাখল মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতিতে আজ থেকে বন্ধ লোকাল ট্রেনও। শিয়ালদা স্টেশনে এখনও পর্যন্ত দূরপাল্লার ট্রেন চলাচল স্বাভাবিক। অন্যদিকে, অফিস বা জরুরি জায়গায় পৌঁছতে অনেকেই কোনও স্টেশনে দূরপাল্লার ট্রেন থামলে তাতে উঠে পড়ছেন। শিয়ালদায় থার্মাল স্ক্রিনিংয়ের ছবি চোখে পড়েনি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর